• উত্তরবঙ্গ মেডিক্যাল চত্বর থেকে দোকান সরালেন ব্যবসায়ীরা
    বর্তমান | ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, শিলিগুড়ি: নিজেদের প্রতিশ্রুতি মতো সাতদিনের মধ্যে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর থেকে দোকান সরিয়ে নিলেন ব্যবসায়ীরা।  উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগের সামনে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় স্থায়ী দোকান-বাজার গড়ে উঠেছিল। হাসপাতালের মধ্যে উনুন জ্বেলে রান্না করে নানা খাবার বিক্রি হতো। এ নিয়ে বারবার এই  অবৈধ দোকান সরিয়ে দেবার দাবি উঠেছে। কিন্তু, অজানা কারণে সেই দোকান এতদিন কেউই তুলতে পারেনি। অবশেষে, আর জি কর কাণ্ডের জেরে সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলির নিরাপত্তা জোরদার করতে রাজ্য সিকিউরিটি অডিট কমিটির নির্দেশে এই দোকান হটানো শুরু হয়। গত শনিবার প্রথমপর্বের অভিযানের সময় এই ব্যবসায়ীরা পুলিসকে নিজের দোকান সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাতদিন সময় চেয়ে নেন। সেইমতো শনিবার ব্যবসায়ীরা হাসপাতালের প্রসূতি বিভাগের সামনে থাকা সব দোকান নিজেরা সরিয়ে নেন।


    এই দোকান-বাজার সরিয়ে নিতেই হাসপাতালে ফায়ার লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের প্রতিবন্ধকতা উঠে গেল। হাসপাতাল সুপার ডাঃ সঞ্জয় মল্লিক বলেন, এই অবৈধ বাজার সরিয়ে দেওয়ার জন্য আমরা বহুবার চেষ্টা করেছি। কিন্তু পারিনি। অবশেষে, সেই বাজার সরে যাওয়ায় হাসপাতালের ফায়ার লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা রইল না। দমকল বারবার ফায়ার লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে এ ধরনের বাজার থাকার বিষয়টিকে অন্যতম প্রতিবন্ধকতা হিসেবে তুলে ধরেছে। এখন দোকান-বাজার সব সরে গিয়েছে। এবার এই পরিবেশ ধরে রাখার দায়িত্ব আমাদের নিরাপত্তা কর্মী এবং পুলিসের। আশা করব আমাদের নিরাপত্তা কর্মীদের পাশাপাশি পুলিসও নজরদারি রাখবে।
  • Link to this news (বর্তমান)