• চুরির পর বাঁশঝাড়ে নেশায় ডুব যুবকের, পরে গ্রেপ্তার
    বর্তমান | ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, দিনহাটা: বাড়ির দরজা তালা বন্ধ করে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন গৃহকর্তা। সেই সুযোগে নগদ সহ সোনার গয়না চুরি করে এক যুবক। সে সেই পাড়ারই ছেলে। ‘অপারেশন সফল’ হয়েছে। নগদ, সোনার গয়না হাতাতে পেরে মহানন্দে যুবক। আর সেই আনন্দেই সেই বাড়ির পাশের বাঁশঝাড়ের আড়ালে নেশায় মত্ত হয়ে পড়ে অভিযুক্ত। বিয়ের অনুষ্ঠান বাড়ি থেকে ফিরে বাড়ি চক্ষু চরকগাছ গৃহকর্তার পার্থ সরকারের। তিনি খবর দিলে দিনহাটা থানার পুলিস পৌঁছে বাঁশঝাড় থেকে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। পুলিসি জিজ্ঞাসাবাদে সে চুরির ঘটনা স্বীকার করে। তাকে গ্রেপ্তার করে  চুরির সামগ্রী উদ্ধার করে পুলিস। 


    দিনহাটা থানা সূত্রে খবর, দিনহাটার কোয়ালিদহে বৃহস্পতিবার রাতে বিয়ের অনুষ্ঠান ছিল। পাড়ায় অনুষ্ঠানে যান পার্থবাবু। সেই সুযোগে ঘরে ঢুকে যায় ওই পাড়ারই বাসিন্দা মনোজিৎ সরকার। ধারালো অস্ত্র দিয়ে টিন কাটে। ঘরের মধ্যে আলমারি থেকে নগদ টাকা, সোনার গয়না সহ নানাসামগ্রী চুরি করে। নির্বিঘ্নে চুরির পরে পাড়ার বাঁশঝাড়ের আড়ালে মদ খেতে বসে যায় সে। কিছুক্ষণ পর বাড়িতে এসে হাজির হন পার্থ সরকার ও তাঁর পরিবার। লন্ডভন্ড ঘর, আলমারি থেকে নগদ ও গয়না গায়েব হয়েছে দেখে থানায় খবর দেন। দিনহাটা থানার পুলিস তদন্তে যায়। সেখানে মদ্যপ যুবককে আটক করে তারা। অভিযুক্তকে দিনহাটা থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু হয়। দিনহাটা মহকুমা পুলিস আধিকারিক ধীমান মিত্র বলেন, চুরির খবর পেয়ে পুলিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। সেই ঘটনায় মনোজিৎ সরকার নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তর কাছ থেকে চুরি যাওয়া সোনার গয়না ও টাকা উদ্ধার হয়েছে।
  • Link to this news (বর্তমান)