• মেখলিগঞ্জের  প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যানের পোস্ট-পাল্টা পোস্টে বিতর্ক
    বর্তমান | ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, মেখলিগঞ্জ: মেখলিগঞ্জ পুরসভার প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যানের সোশ্যাল মিডিয়ায় পোস্ট ও পাল্টা পোস্ট ঘিরে তুমুল বিতর্ক ছড়িয়েছে। পুরসভার অফিসের দেওয়াল টাঙানো কয়েকটি ছবি সরিয়ে দেওয়া নিয়েই বিতর্ক দানা বেঁধেছে। এনিয়ে মেখলিগঞ্জ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কেশবচন্দ্র দাস শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। তাতে তিনি উল্লেখ করেন, ‘পুর প্রধানের অফিস কক্ষে অন্যান্য মনীষীদের সঙ্গে মনীষী রায়সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার প্রতিকৃতিও দেওয়ালে টাঙানো ছিল। এছাড়াও কোচবিহার রাজপ্রাসাদের ছবিও টাঙানো ছিল। এক সপ্তাহ আগে মনীষী ও রাজপ্রাসাদের ছবি দু’টি সরিয়ে দেওয়া হল।’ 


    এনিয়ে ফেসবুকেই পোস্ট করে পাল্টা জবাবে বর্তমান চেয়ারম্যান প্রভাত পাটনি বলেন, ঠাকুর পঞ্চানন বর্মা মহাশয়ের প্রতিকৃতি ও কোচবিহার রাজপ্রাসাদের ছবি অপসারণ করা হয়নি। বরং সেগুলির যথাযথ মর্যাদা বজায় রেখে নতুনভাবে সংস্কার ও স্থাপন করা হচ্ছে। 


    প্রাক্তন চেয়ারম্যান কেশবচন্দ্র দাস বলেন, একজন মনীষীকে এভাবে অবজ্ঞা করা উচিত হয়নি। জনগণই এর বিচার করবে। বর্তমান চেয়ারম্যান প্রভাত পাটনি অবশ্য বলেন, ঠাকুর পঞ্চানন বর্মার প্রতিকৃতিতে মনীষীর নামই উল্লেখ ছিল না। কিন্তু বড় করে সৌজন্যে কেশবচন্দ্র দাসের নাম উল্লেখ ছিল। আমাদের মনে হয়েছে মনীষীকে এভাবে অবমাননা করা হয়েছে। সেজন্য সেই ছবিটি সরিয়ে দেওয়া হয়েছে। পরিবর্তে আরও বড় করে ঠাকুর পঞ্চাননের ছবি পুনঃস্থাপন করা হবে। 
  • Link to this news (বর্তমান)