• বাড়ি থেকে হলে অ্যাডমিট কার্ড পৌঁছে দিল পুলিস
    বর্তমান | ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, নকশালবাড়ি: অ্যাডমিট কার্ড ছাড়াই নকশালবাড়ি নন্দপ্রসাদ বালিকা বিদ্যালয়ের এক ছাত্রী লালপুল থেকে হাতিঘিসার ভিনসেন্ট হাইস্কুলে পরীক্ষা দিতে এসেছিল। সেখানে গিয়ে দেখে, ব্যাগে অ্যাডমিট কার্ড নেই।  বাড়ি তার পাঁচকিমি দূরে লালপুলে। কী করবে বুঝে উঠতে না পেরে স্কুলের পাশে দাঁড়িয়ে থাকা এক ট্রাফিক আধিকারিকে বলতেই তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। তড়িঘড়ি এএসআই নুরজাহান আহমেদ ছাত্রীকে হেলমেট পড়িয়ে মোটরবাইকে তুলে বাড়ির উদ্দেশে রওনা দেন। এরপর সঠিক সময়ে অ্যাডমিট সহ ছাত্রীকে স্কুলে ছেড়ে দেন। পুলিসের এই উদ্যোগে খুশি ছাত্রীর পরিবার। 


    এদিকে নকশালবাড়িতে ম্যাক্সিক্যাবে মাধ্যমিক পরীক্ষার্থীদের ঝুঁকির যাত্রার খবর প্রকাশ হতেই নড়েচড়ে নকশালবাড়ি ট্রাফিক বিভাগ। শনিবার নকশালবাড়ি-পানিঘাটাগামী রাজ্যসড়কে নজরদারি চালাতে বিভিন্ন পয়েন্টে ট্রাফিককর্মী মোতায়েন করা হয়। নকশালবাড়ি ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক সমীর ঘোষ বলেন, সকাল থেকে ওই রুটে কর্মীদের মোতায়েন করেছি। চালকদের সতর্ক করা হয়েছে। পরীক্ষার্থীদের কোনও সমস্যা না হয় তা বিশেষভাবে নজর রাখা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)