• হারিয়ে যাওয়া অ্যাডমিট মাধ্যমিক পরীক্ষার্থীকে পৌঁছে দিলেন সিভিক
    বর্তমান | ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, গঙ্গারামপুর: মাধ্যমিক পরীক্ষার্থীর হারিয়ে যাওয়া অ্যাডমিট খুঁজে  পেয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন কুশমণ্ডি থানার সিভিক ভলান্টিয়ার। শনিবার অঙ্ক পরীক্ষা দেওয়ার জন্য জয়া রায় সহপাঠীদের সঙ্গে বাড়ি থেকে টোটোয় চেপে মহিপাল থেকে নাহিট হাইস্কুলে যাচ্ছিল। কুশমণ্ডি মহিপাল হাইস্কুলের এই ছাত্রীর পিচবোর্ড থেকে অ্যাডমিটটি পড়ে যায়। পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর পর জবা দেখে অ্যাডমিট কার্ড বোর্ডে নেই। পরীক্ষার্থীটি তার পরিবারকে বিষয়টি জানায়। পরীক্ষা দেওয়া একপ্রকার অনিশ্চিত হয়ে যায় মেয়েটির। কান্নায় ভেঙে পড়ে। বিষয়টি নজরে আসে কুশমণ্ডি থানার কর্তব্যরত পুলিস কর্মীদের। 


    মুহূর্তের মধ্যে থানার প্রত্যেকটি পুলিস ও সিভিকের কাছে অ্যাডমিট হারিয়ে যাওয়ার ম্যাসেজ পৌঁছে যায়। যে রাস্তা দিয়ে পরীক্ষার্থীটি পরীক্ষা কেন্দ্রে  এসেছিল, সেই পথে চলে চিরুনি তল্লাশি। এরমধ্যেই কুশমণ্ডির চারমাথার মোড়ে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার সনত্ সরকার পরীক্ষার্থীর অ্যাডমিট রাস্তা থেকে উদ্ধার করেন। সময় নষ্ট না করে তিনি ১০ কিমি বাইক চালিয়ে জবার পরীক্ষাকেন্দ্রে এসে পৌঁছন। পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে অ্যাডমিট কার্ডটি পেয়ে জবা নিশ্চিন্তে পরীক্ষা দেয়। সিভিকের কাজে প্রশংসায় পঞ্চমুখ অভিভাবকরা। সনত্ বলেন, আমরা ছোট কাজ করি। এই কাজের মাধ্যমে সাধারণের পাশে থাকতে চাই।


    নাহিট হাইস্কুলের ভেনু সম্পাদক মাহাবুদ হাসান বলেন, মহিপাল হাইস্কুলের পরীক্ষার্থীটি অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলেছিল। পরীক্ষা শুরুর আগেই পুলিসের সহায়তায় পরীক্ষার্থীটি অ্যাডমিট পেয়েছে। এবং পরীক্ষা দিয়েছে। গঙ্গারামপুর মহকুমা পুলিস আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, এইধরনের কাজ করতে আমরা আরও উৎসাহিত করব সিভিকদের। মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে সবসময় রয়েছে জেলা পুলিস।
  • Link to this news (বর্তমান)