সংবাদদাতা, পতিরাম: অঙ্ক পরীক্ষার আগে বালুরঘাটে নিখোঁজ হয়ে গেল দুই মাধ্যমিক পরীক্ষার্থী। দুজন ছাত্রীর মধ্যে একজনের বাড়ি বালুরঘাটের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের খাসপুর এলাকায়। আরেকজনের বাড়ি বালুরঘাটের চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের দহঘাটে। দুই ছাত্রীই শনিবার অঙ্ক পরীক্ষা দিতে পারেনি। পরীক্ষার আগেই দুই নাবালিকার নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় শোরগোল পড়েছে এলাকায়।
খাসপুরের পরীক্ষার্থীটি ইংরেজি পরীক্ষা দিয়ে ফেরার পথেই নিখোঁজ হয়ে যায়। নানা জায়গায় খোঁজাখুঁজি করেও না মেলায় পরিবার পুলিসের দ্বারস্থ হয়। কিশোরীর মা বলেন, হঠাৎ করে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায় মেয়ে। আজ অঙ্ক পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষা দিতে পারল না মেয়েটি। দহঘাটের নাবালিকাটিও বাংলা ও ইংরেজি পরীক্ষা দিয়েছিল। কিন্তু অঙ্ক পরীক্ষার আগেই হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় পরীক্ষার্থীটি। পরিবারের অভিযোগ, গত জুলাই মাসেও এক কিশোর মেয়েটিকে অপহরণ করে ব্যাঙ্গালুরুতে নিয়ে গিয়েছিল। পুলিস সেখান থেকে ছাত্রীটিকে উদ্ধার করে আনে। এবার পরীক্ষা শেষের আগে ফের নিখোঁজ হয়ে গেল পরীক্ষার্থীটি।
নাবালিকার পরিবারের অভিযোগ, কেউ তাকে জোর করে তুলে নিয়ে গিয়েছে। বালুরঘাট থানার পুলিস জানিয়েছে, দুটি ঘটনারই তদন্ত শুরু হয়েছে। দুই ছাত্রীর খোঁজ চলছে।