গ্রীন করিডর করে অসুস্থ ছাত্রীকে নিয়ে পরীক্ষাকেন্দ্রে পুলিস
বর্তমান | ১৬ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, শিলিগুড়ি: পুলিসের সাহায্যে সময়মতো পরীক্ষার হলে পৌঁছল এক অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থী। একপ্রকার গ্রীন করিডর করে ওই ছাত্রীকে পরীক্ষা হলে পৌঁছে দেয় পুলিস। শনিবার শিলিগুড়ি শহরের এই ঘটনায় পুলিসের এই ভূমিকায় সকলে বাহবা দিয়েছেন।
চম্পাসারির বাসিন্দা শিলিগুড়ি রাজেন্দ্র প্রসাদ স্কুলের ওই ছাত্রীর নাম শর্মিলা মাহাত। বাবার রঞ্জিত মাহাত। শর্মিলা এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। তার সিট পড়েছে শিলিগুড়ি হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ে। পরিবার ও পুলিস সূত্রে জানা গিয়েছে, শর্মিলা অসুস্থ থাকায় এদিন পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সকালের দিকে কিছুটক সুস্থ বোধ করায় শর্মিলা পরীক্ষা দিতে রাজি হয়। সেই মুহূর্ত তড়িঘড়ি একটি টোটোতে করে পরিবারের লোকেরা পরীক্ষার হলের উদ্দেশে রওনা দেন। কিন্তু ঘড়ির কাটা তখন অনেকটাই এগিয়ে গিয়েছে। ছাত্রীর বাবা বলেন, আমাদের দুশ্চিন্তা ছিল সময় মতো পরীক্ষা হলে পৌঁছন নিয়ে। এয়ারভিউ মোড়ের কাছে টোটোটি আসতেই ট্রাফিক পুলিসের নজরে পড়ে।
চাদর দিয়ে ঢাকা এক ছাত্রীকে পরিবারের লোকেরা জড়িয়ে ধরে নিয়ে যাচ্ছে। যা দেখে কর্তব্যরত ট্রাফিক পুলিস বুঝে যায়, অসুস্থ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে। কিন্তু সময়মতো পৌঁছাতে পারা নিয়ে পুলিসও নিশ্চিত হতে পারেনি। তাই কর্তব্যরত ট্রাফিক পুলিস বাইক চালিয়ে হুটার বাজিয়ে রাস্তা ফাঁকা করে সেই টোটোকে এগিয়ে নিয়ে যান। হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ে সময়মতো পৌঁছে দেন সেই ছাত্রীকে। সে পরীক্ষাও দেয়। এভাবে নিরাপদে সময়মতো পরীক্ষার হলে পৌঁছে দেবার জন্য ওই ছাত্রীর পরিবারের তরফে পুলিসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।