সংবাদদাতা, রায়গঞ্জ: এক নাবালিকাকে অপহরণ ও নির্যাতনের দায়ে অভিযুক্তের ১০ বছরের জেলের নির্দেশ দিল আদালত। রায়গঞ্জের পকসো আদালতের বিচারক মধুমিতা রায়ের এজলাসে শনিবার সাড়ে পাঁচ বছর আগের এই মামলার সাজা ঘোষণা করা হয়। পকসো আদালতের সরকারি আইনজীবী অজয় কুমার দাস বলেন, ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর রায়গঞ্জের ১৫ বছরের এক নাবালিকা পড়ুয়াকে অপহরণ করা হয়েছে বলে রায়গঞ্জ মহিলা থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগ করেন নাবালিকার বাবা। নির্যাতিতার বাবার অভিযোগ, ১২ সেপ্টেম্বর স্কুলে যাওয়ার পথে তাঁর মেয়ে অপহরণ করা হয়। পুলিস তদন্ত নেমে জানতে পারে, আব্দুল রজ্জাক নামে এক ব্যক্তি নাবালিকাকে অপহরণ করে বিহারের বারসই এলাকায় নিয়ে যায়। ৫ দিন পর রায়গঞ্জ ঝিটকা স্টেশন থেকে অভিযুক্ত সহ নাবালিকাকে উদ্ধার করে পুলিস।