• সিসি ক্যামেরা ভেঙে পাড়ায় নেশার আসর, অভিযানে নামবে পুরসভা
    বর্তমান | ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, শিলিগুড়ি: সিসি ক্যামেরা বসিয়েও পাড়ায় পাড়ায় মাদকের রমরমা বন্ধ করা যাচ্ছে না। শিলিগুড়ি শহরের বেশকিছু জায়গায় পাড়ার মধ্যে এধরনের আড্ডা রমরমিয়ে চলছে। আর এই জমজমাট আড্ডা বসাতে সিসি ক্যামেরাও ভেঙে দেওয়া হচ্ছে। অনেক জায়গায় পথবাতি নেই। ফলে অন্ধকার গলিতে মদ-জুয়ার আসর বসছে অবাধে। হুমকি ও মারধরের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।


    শহরের বিভিন্ন প্রান্তের নাগরিকরা মাদকের এই আড্ডা নিয়ে শনিবার মেয়রের কাছে উদ্বেগ প্রকাশ করেন। বিষয়টি মেয়রেরও নজরে এসেছে। তিনি বলেন, এর আগে পুলিসকে আমরা জানিয়েছি। পাশাপাশি আমরা সর্বস্তরের নাগরিকদের মাঝে সচেতনতামূলক প্রচার করেছি। পাড়ার মধ্যে মাদকের এই আড্ডা বন্ধ করতে সিসি ক্যামেরায় নজরদারি শুরু হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে ওই ক্যামেরা ভেঙে দিয়ে মাদকাসক্তরা পাড়ার ঝোপঝাড়, অন্ধকার গলির মধ্যে আড্ডা চালিয়ে যাচ্ছে। এব্যাপারে পুলিসকে আবার জানানো হবে। পাশাপাশি সিসি ক্যামেরা এমনভাবে বসানো হবে, যাতে কেউ ভাঙতে না পারে।


    তবে মাদকের বিরুদ্ধে অভিযানে নাগরিকদের থেকেও সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন মেয়র। তিনি বলেন, এ ব্যাপারে আমরা নাগরিকদের নিয়ে বোরোভিত্তিক এলাকা ধরে অভিযানে নামব। মাদকের আড্ডা বন্ধ না করলে পাড়া থেকে গোটা শহরের পরিবেশ নষ্ট হবে। শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হবে। অনেক জায়গায় পথবাতি না থাকার কারণে সেখানে অবাধে মাদকাসক্তরা নিয়মিত আসর বসাচ্ছে। এই সমস্যার সমাধানে সেই সব জায়গায় পথবাতি বসানোর নির্দেশ দিয়েছেন মেয়র গৌতম দেব। তিনি বলেন, সবাইকে নিয়ে এর বিরুদ্ধে লড়তে হবে।
  • Link to this news (বর্তমান)