• লরিচালকের কাছে টাকা দাবি পুলিসের গাড়ি আটকে বিক্ষোভ  
    বর্তমান | ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, রায়গঞ্জ: পুলিসের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ। টাকা দিতে অস্বীকার করায় এক লরি চালকের পাশপাশি এক ব্যক্তিকে ফাঁড়িতে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল পুলিসের বিরুদ্ধে। এই ঘটনায় শনিবার দুপুরে পুলিসের গাড়ি ও রাস্তা আটকে বিক্ষোভ দেখান রায়গঞ্জের কর্ণজোড়া কালীবাড়ির বাসিন্দারা। 


    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জের রূপাহারের বাসিন্দা শেখর রায় শুক্রবার মধ্যরাতে লরি করে ইট নিয়ে কর্ণজোড়া আসেন। সেসসময় একটি পুলিসের গাড়ি এলাকায় টহল দিচ্ছিল। অভিযোগ, পুলিস লরি আটকে চালকের কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় লরি চালক ও পুলিসের মধ্যে  তর্কাতর্কি শুরু হয়। স্থানীয় বাসিন্দা বিপ্লব সরকার পুলিসকে বাধা দিতে গেলে শেখর রায় ও বিপ্লবকে ফাঁড়িতে নিয়ে বেধড়ক মারধর করা হয়। তারই প্রতিবাদে এদিন স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে সামিল হন। 


    শেখরের অভিযোগ, সরকারি কাজের জন্য ইট নিয়ে কর্ণজোড়া আসছিলাম। এক পুলিসকর্মী আটকে পাঁচশো টাকা দাবি করেন। চালক জানান, তাঁর গাড়ির কাগজপত্র ঠিক রয়েছে। তিনি কেন টাকা দেবেন? এরপরই পুলিসের সঙ্গে  তর্ক শুরু হয় চালকের। শেখরের দাবি, পুলিস মদ্যপ অবস্থায় থাকায় রাস্তার উপর একাই পড়ে যান। পুলিস ধাক্কা দেওয়ার অভিযোগ তুলে ওই লরি চালকের উপর চড়াও হন। স্থানীয় বাসিন্দা বিপ্লব পুলিসকে বাধা দিতে গেলে তাঁকেও ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। লরি চালক ও স্থানীয় বাসিন্দাকে ফাঁড়িতি নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। 


    মারধরে লরিচালক হাতে ও পায়ে চোট পান। মাঝরাতে শেখর ও বিপ্লবকে পুলিস ছেড়ে দিলে শনিবার দুপুরে পুলিসের গাড়ি আটকে বিক্ষোভে নামেন কর্ণজোড়ার বাসিন্দারা।


    যদিও ওই লরি চালকের বিরুদ্ধে পাল্টা ধাক্কা দেওয়ার অভিযোগ তুলেছে পুলিস। রায়গঞ্জ পুলিস জেলার পুলিস সুপার মহম্মদ সানা আখতার বলেন, লরিটি রাস্তার উপর দাঁড়িয়েছিল। কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটতে পারে, এই আশঙ্কায় গাড়িটিকে সরে যেতে বলা হয়। কিন্তু লরিচালক পুলিসকে ধাক্কা দেয়। এবং অপর ব্যক্তিও পুলিসের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। তারপরই অভিযুক্ত দুজনকে পুলিস ফাঁড়িতে নিয়ে আসে। তবে লরি চালক পুলিসের বিরুদ্ধে যে অভিযোগ তা খতিয়ে দেখা হচ্ছে।


    এদিন বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয় রাজ্যসড়কে। ঘটনাস্থলে আসে বিশাল পুলিসবাহিনী। পুলিসের আশ্বাসে প্রায় একঘণ্টা পর অবরোধ তুলে নেন স্থানীয়রা।
  • Link to this news (বর্তমান)