• রেলের দখলমুক্ত অভিযান
    বর্তমান | ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, শিলিগুড়ি: উত্তর-পূর্ব সীমান্ত রেল ধারাবাহিকভাবে দখলমুক্ত অভিযান শুরু করেছে। রেলের কাজের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা। সেইমতো রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ) সময়ে সময়ে গুরুত্বপূর্ণ স্থানগুলিতে চেকিং এবং দখলমুক্ত অভিযান চালাচ্ছে। 


    গত ১১ ফেব্রুয়ারি জলপাইগুড়ি রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৭০টি অস্থায়ী কাঠামো ভেঙে ফেলা হয়। তার আগে গত ২৩ জানুয়ারি নিউ জলপাইগুড়ি রেল কলোনিতে একই ধরনের অভিযান চালানো হয়। সেখানে একটি কাঠামো ভাঙা হয়। রেল চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি বাধাহীন রেল চলাচল এবং সুরক্ষা নিশ্চিত করতে এই পদক্ষেপ জারি থাকবে বলে জানিয়েছেন কপিঞ্জলকিশোর শর্মা।
  • Link to this news (বর্তমান)