• দু’টি পার্ক তৈরি ও একটি ঝিল সংস্কারে দেড় কোটির টেন্ডার
    বর্তমান | ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: দু’টি নতুন পার্ক তৈরি ও একটি ঝিল সংস্কারের জন্য শনিবার প্রায় দেড় কোটি টাকার টেন্ডার ডাকল আলিপুরদুয়ার পুরসভা। দু’টি পার্কের মধ্যে একটি পার্ক তৈরি হবে শিশুদের জন্য। এদিন পুরসভার কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে এই টেন্ডারের কথা জানান পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর। চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারপার্সন মাম্পি অধিকারী সহ অন্যান্য কাউন্সিলাররা।


    পুরসভা জানিয়েছে, সৌন্দর্য়ায়নের লক্ষ্যে পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ঝিলটিকে সংস্কারে ৬২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে, পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে একটি শিশু উদ্যান তৈরির সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। পুরসভার চেয়ারম্যান বলেন, টেন্ডার প্রক্রিয়া শেষ হলেই মার্চের মাঝামাঝি সময়ে তিনটি প্রজেক্টের কাজের ওয়ার্ক অর্ডার দেওয়া হবে।
  • Link to this news (বর্তমান)