• সামনে ডিএম, সমস্যার কথা খোলসা করলেন বাসিন্দারা
    বর্তমান | ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, হবিবপুর: গ্রামবাসীরা সরকারি প্রকল্পের সুবিধা ঠিকমতো পাচ্ছেন কি না, সে বিষয়ে খোঁজ নিতে গ্রামে হাজির খোদ জেলাশাসক। শনিবার হবিবপুর ব্লকের জাজইল গ্রাম পঞ্চায়েতের হরিপুর প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারে প্রশাসন শিবিরের আয়োজন করা হয়। শিবিরে জেলশাসক নীতিন সিঙ্ঘানিয়া ছাড়াও ছিলেন নর্থবেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান সঞ্জয় টিব্রেওয়াল, হবিবপুরের বিডিও মনোজ কাঞ্জিলাল সহ ব্লকের অন্য আধিকারিকেরা।  জেলাশাসককে সামনে পেয়ে গ্রামবাসীরা একে একে নিজেদের বিভিন্ন প্রকল্পের সুবিধা না পাওয়ার বিষয়গুলি তুলে ধরেন। জেলাশাসক উপস্থিত ব্লকের আধিকারিকদের অবিলম্বে সেগুলি সমাধানের নির্দেশ দেন। তাছাড়া সরকারি বাড়ি, বিভিন্ন রাস্তা, খেলার মাঠ, জল, বিদ্যুৎ সহ সমস্ত বিষয়ে সমস্যার কথা বাসিন্দাদের কাছে শোনেন তিনি।  
  • Link to this news (বর্তমান)