নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য ভিজিল্যান্স কমিশনের দায়িত্ব নিলেন অবসরপ্রাপ্ত আইএএস অজিতরঞ্জন বর্ধন। গত বছর মে মাসে অবসর নিয়েছিলেন ১৯৮৯ ব্যাচের এই আধিকারিক। ভিজিল্যান্স কমিশনের দায়িত্বে নেওয়ার আগে শনিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস বর্ধনকে শপথবাক্য পাঠ করান। বর্ধনের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বরাস্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী।