• মাধ্যমিকে অঙ্ক পরীক্ষা খারাপ হতেই উধাও পরীক্ষার্থী, হদিশ মিলল রাতে
    বর্তমান | ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রে ঢুকে পড়ল সাপ। তৈরি হল তুমুল চাঞ্চল্য। শনিবার ওই ঘটনা ঘটেছে ভদ্রেশ্বরের তেলেনিপাড়ার ভদ্রেশ্বর হাইস্কুলে। সাপের ভয়কে জয় করেই পরীক্ষা দিল প্রায় ষাটজন ছাত্র। বিষয়টি চোখে পড়ে এক পর্যবেক্ষকের। তিনি সাপের দিকে নজর রাখলেও বিষয়টি শিক্ষার্থী মহলে ছড়িয়ে পড়তে দেননি। স্কুল কর্তৃপক্ষ ও চন্দননগর মহকুমা প্রশাসন দু’পক্ষই তৎপর হয়ে ওঠে। শেষপর্যন্ত সাপটিকে ধরা হয়। 


    এনিয়ে মাধ্যমিক পরীক্ষার জেলা কনভেনর দেবাশিস বসু বলেন, ভদ্রেশ্বরের ওই স্কুলের শিক্ষকরা তৎপরতার সঙ্গে পদক্ষেপ করেছেন। সাপটি ধরাও হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক, পরীক্ষার্থীরা জানিয়েছে, তাদের কোনও সময় নষ্ট হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পরীক্ষার্থী বলে, একটু ভয় ভয় করছিল। সাপ ধরতে স্কুলে গিয়েছিলেন সর্পবিশারদ চন্দন ক্লেমেন্ট সিং। স্কুল ও পর্ষদ সূত্রে জানা গিয়েছে, চারতলা স্কুলের চতুর্থ তলের একটি ঘরে সাপটি ঢুকেছিল। পরীক্ষা শুরু হওয়ার প্রায় ঘণ্টাখানেক পরে ওই ঘটনাটি ঘটে। 


    এদিকে, শনিবার পরীক্ষা খারাপ হওয়ায় রহড়া রামকৃষ্ণ মিশন বালকাশ্রমের এক ছাত্র নিখোঁজের ঘটনা ঘটে। রাতে তাকে স্টেশন থেকে উদ্ধার করা হয়। পরীক্ষার আগে সে এক সহপাঠীকে জানিয়েছিল, অঙ্ক পরীক্ষা খারাপ হলে সে আর ফিরবে না। বাবা শুভঙ্কর চক্রবর্তী বলেন, ওর ডাক্তার হওয়ার স্বপ্ন। প্রথম দু’টি পরীক্ষা ভালোই হয়েছে। 


    বিভিন্ন প্রান্তে একাধিক পড়ুয়া হাসপাতালে বসেই পরীক্ষা দিল। বনগাঁর গোপালনগর থানার বেলতা এলাকার বাসিন্দা সারদাসুন্দরী বিদ্যামন্দিরের ছাত্রী সর্বানী দাস হাসপাতাল বসেই অঙ্ক পরীক্ষা দেয়। বারাসত মেডিক্যাল কলেজ থেকে পরীক্ষা দেয় দেগঙ্গার চৌরাশি হাইস্কুলের ছাত্রী সিরিন আক্তার। নামখানার ছাত্রী পিউ দাস ও দেবনগর গার্লস হাইস্কুলের পিউ বারুই পরীক্ষা কেন্দ্রে এসে অসুস্থ হয়ে পড়ে। দু’জনেই হাসপাতালে বসেই পরীক্ষা দেয়। গারুলিয়া মিল হাইস্কুলের ছাত্র আনসার আলি হাসপাতালে বসে পরীক্ষা দেয়। অন্যদিকে, অ্যাডমিট কার্ডই আনতে বেমালুম ভুলে গিয়েছিল সুহানা পারভিন। দত্তপুকুর ট্রাফিক পুলিসের কর্মীরা অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করাল। ভদ্রেশ্বরের অ্যাঙ্গাসের বাসিন্দা মাদ্রাসা বোর্ডের আফসানা খাতুন হাসপাতাল থেকে পরীক্ষা দেয়। এদিন খড়দহের আইডিয়াল অ্যাকাডেমি স্কুলের সামনে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানান স্থানীয় বিধায়ক তথা কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পাণ্ডুয়ার হরাল দাসপুরের বাসিন্দা মুসকান খাতুন আগেরদিন বাবাকে হারিয়ে শনিবার মৃত‍্যুশোক বুকে চেপে পরীক্ষা দেয়।
  • Link to this news (বর্তমান)