বনগাঁর রাস্তায় বৃদ্ধাকে ফেলে যান নাতি, নদিয়ার ঠিকানা খুঁজে ৩ মাস পর বাড়ি ফেরাল হ্যাম রেডিও
বর্তমান | ১৬ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, বনগাঁ: প্রায় তিনমাস পর বাড়ি ফিরলেন পঁচাশি বছরের নির্মলা হালদার। বনগাঁ হাসপাতালে ছিলেন তিনি। শনিবার তাঁকে বাড়ি নিয়ে যেতে আসেন তাঁর ছেলে। পরিবারের কাছে ফিরতে পেরে খুশি বৃদ্ধা।
জানা গিয়েছে, তিন মাস আগে তাঁর নাতি রাস্তায় বসিয়ে রেখে-‘দাঁড়াও আমি আসছি’ বলে আর আসেননি। অভিযোগ, বৃদ্ধাকে ফেলে চলে গিয়েছেন তিনি। রাস্তার অনেকে বৃদ্ধার কাছে জানতে চান, তাঁর বাড়ি কোথায়? বৃদ্ধা জানান, সামনেই তাঁর বাড়ি। কয়েকজন স্থানীয় বাসিন্দা অনেক খুঁজেও বাড়ির হদিশ পাননি। তাঁরা গোপালনগর থানায় জানান। ততক্ষণে বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েছেন। ১১ নভেম্বর পুলিস তাঁকে বনগাঁ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসক ও নার্সরা নাম-পরিচয় জানতে চান। কিন্তু বয়সজনিত কারণে স্মৃতিভ্রংশ হওয়ায় নির্মলাদেবী কিছুই জানাতে পারেন নি। মাঝেমধ্যে শুধু বলেছেন, ‘বাবু কোথায় গেল?’ নাতিকে বাবু বলে ডাকেন বৃদ্ধা। সকলেরই অনুমান, তাঁকে বাড়িছাড়া করতে এই ঘটনা ঘটিয়েছে তাঁর পরিবার। এরপর নির্মলাদেবীর পরিবারের খোঁজ শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি জানানো হয় হ্যাম রেডিওর পশ্চিমবঙ্গ শাখাকে। খোঁজাখুঁজি শুরু হয়। অবশেষে মেলে পরিবারের খোঁজ। নদিয়ার শিমুরালির পালপাড়ায় বাড়ি বৃদ্ধার। এরপর পুলিস মৌখিকভাবে কড়া পদক্ষেপ নেয়। শনিবার বৃদ্ধার ছেলে অনন্ত হালদার এসে নিজের মাকে নিয়ে যান। ওয়েস্ট বেঙ্গল হ্যাম রেডিও ক্লাবের সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাস বলেন, ‘খুবই দুঃখজনক ঘটনা। পুলিসের নির্দেশে স্থানীয় থানায় মায়ের বিষয়ে নিয়মিত আপডেট দিতে হবে ছেলেকে।’ - নিজস্ব চিত্র