নদিয়ার শান্তিপুর রাজ্য সাধারণ হাসপাতালের বিরুদ্ধে উঠল আরও গুরুতর অভিযোগ । প্রশ্নচিহ্নের সামনে হাসপাতালের চিকিৎসা পরিষেবা। শিশুর বাবাকে দিয়ে বমি পরিষ্কার করানোর অভিযোগের পর এ বার রোগীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে।
জানা গিয়েছে, শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের পাল পাড়ার বাসিন্দা রাজু ভৌমিক দাঁতের সমস্যা নিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন। এর পর নজরে আসে শান্তিপুর হাসপাতালে ডাক্তার দেখানোর পর যে ওষুধ দেওয়া হয়েছে, সেই ওষুধের মেয়াদ পেরিয়ে গিয়েছে। অর্থাৎ ওষুধটি মেয়াদ উত্তীর্ণ।
রাজুর দাবি, হাসপাতাল থেকে চিকিৎসক ওষুধ লিখে দেওয়ার পর ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে সেই প্রেসক্রিপশন দেখিয়ে ওষুধ কেনেন রাজু। তখন খেয়াল না করলেও বাড়ি ফিরে ওষুধ খেতে গিয়ে দেখেন তার ন্যায্য মূল্যে কেনা ওষুধের মেয়াদ অনেক আগেই ফুরিয়েছে। এই ঘটনার পরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে হাসপাতালে চিকিৎসা করতে আসা সাধারণ মানুষের মনে। বিষয়টি নিয়ে অভিষোগ জানানো হবে স্বাস্থ্য দপ্তরে।
সম্প্রতি এই হাসপাতালেরই জরুরি বিভাগের ভিতর একটি ৫ বছরের শিশু বমি করে ফেলায় তাঁর বাবাকে দিয়ে বমি পরিষ্কার করানোর অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় রিপোর্ট তলব করেছে স্বাস্থ্যভবন। ঘটনার তদন্তের জন্য গঠন করা হয়েছে ৩ সদস্যের কমিটি। শোকজ় করা হয়েছে অভিযুক্ত চিকিৎসককেও।