• বিয়ের মরশুমে বৃষ্টির ভ্রুকুটি, বুধ থেকে শুক্র ভিজবে কোন কোন জেলা? জানাল হাওয়া অফিস
    এই সময় | ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • রবিবারই শেষ শীতের ছোঁয়া , স্থায়ী ভাবে বাড়তে চলেছে তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কিন্তু শীতের বিদায়ের সময় বৃষ্টি নিয়ে বাড়ছে আশঙ্কা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সোমবার থেকেই আংশিক মেঘলা থাকবে বঙ্গের আকাশ। বুধবার থেকে একাধিক জেলায় হতে পারে বৃষ্টিপাত। শুক্রবার পর্যন্ত চলতে পারে বৃষ্টি। বিয়ের মরশুমে আবহাওয়ার মতি-গতি রীতিমতো চিন্তায় ফেলেছে অনেককেই। 

    বুধবার কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা?

    আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার থেকে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির ব্যাপকতা এবং পরিমাণ বাড়তে চলেছে, যা চলবে শুক্রবার পর্যন্ত।

    বুধবার বৃষ্টিপাত হতে চলেছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে। বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলিতে। শুক্রবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। আগামী সপ্তাহে একাধিক বিয়ের তারিখ রয়েছে। ফলে বৃষ্টির পূর্বাভাস নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে বহু মানুষের মধ্যে।

    এ দিকে শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা ক্রমশ বাড়তে চলেছে। বৃহস্পতি এবং শুক্রবার হালকা বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙে। পাশাপাশি দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত। রবিবার ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। সোমবার থেকে এই তাপমাত্রা ক্রমশ বাড়তে চলেছে।

  • Link to this news (এই সময়)