• অঙ্ক কষতে না পেরে চরম রাগ, মাধ্যমিকের খাতা ছিঁড়ে ফেলল পরীক্ষার্থী, তারপর…
    এই সময় | ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা, সময় একেবারে শেষের দিকে। হঠাৎ হ্যাঁচকা টানে খাতা ছিঁড়ে ফেলল পরীক্ষার্থী। হতবাক শিক্ষকরাও। 

    শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুরের সূর্যাপুর হাই স্কুলে। এ দিন মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা ছিল। সূর্যাপুর হাই স্কুলে পরীক্ষা দিতে আসা এক ছাত্র অঙ্ক কষতে না পারায় রাগে খাতা ছিঁড়ে দেয় বলে অভিযোগ। সেই খাতা অক্ষত রাখার জন্য তড়িঘড়ি স্কুল কর্তৃপক্ষের তরফে ব্যবস্থা নেওয়া হয়। সেলোটেপ দিয়ে জোড়া হয় খাতা। সূত্রের খবর, ওই ছাত্র চাকুলিয়ার বেলন স্কুলের ছাত্র। পরীক্ষা চলাকালীন একটি অঙ্ক সে বুঝতে পারেনি। এরপর রেগে খাতা ছিড়ে ফেলে সে। প্রথমটায় হকচকিয়ে যান হলে গার্ড হিসেবে উপস্থিত শিক্ষক। তিনি ওই ছাত্রের থেকে খাতা কেড়ে নেন এবং কর্তৃপক্ষকে গোটা বিষয়টি জানান। পরে স্কুল কর্তৃপক্ষের তরফে ওই খাতাটি অক্ষত রাখার আপ্রাণ চেষ্টা করা হয়।

    সেলোটেপ দিয়ে খাতাটি জোড়া লাগানো হয়। ভবিষ্যতে এই ধরনের কোনও আচরণ সে করবে না, এই মর্মে মুচলেকাও লেখানো হয় ছাত্রটিকে দিয়ে। তবে আলাদা করে তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। শুধুমাত্র নিয়ম মেনে বিষয়টি পর্ষদকে অবগত করা হয়েছে। সেলোটেপ দিয়ে জোড়া লাগানো ওই ছাত্রের খাতা জমাও নেওয়া হয়।  

    মনোবিদদের একাংশের কথায়, ‘বোর্ড পরীক্ষার আগে প্রত্যাশার বিপুল চাপ থাকে পরীক্ষার্থীদের উপরে। হয়তো অনেক সময়ে সেই কথা ভেবে চাপের মুখে এই ধরনের আচরণ করে ফেলে পড়ুয়ারা। পরিবার-পরিজনদের প্রত্যাশার পাহাড় কোনও ছাত্রের উপরে চাপিয়ে দেওয়াই ঠিক নয়।’ 

  • Link to this news (এই সময়)