আজকাল ওয়েবডেস্ক: পানের বরজে চুরি ও পশুদের তাণ্ডব ঠেকাতে অবৈধভাবে ইলেকট্রিক তার ঘিরে ইলেকট্রিক সংযোগ দিয়ে রেখেছিলেন বরজের মালিক। সেই ইলেকট্রিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ছাত্রের। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াল এলাকায়।
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের এগরা থানার অন্তর্গত বেনাচাকড়ি গ্রামে। মৃতের নাম, সন্তোষ দাস। ১৭ বছর বয়সি ছাত্র জেড়থান গয়াপ্রসাদ বিদ্যাপীঠের একাদশ শ্রেণিতে পড়ত। একটি পান বরজের ইলেকট্রিক তারে জড়িয়ে মৃত্যু হল ওই ছাত্রের। স্থানীয় প্রতিবেশীরা জানান, বেনাচাকড়ি গ্রামে নিরঞ্জন দাসের একটি পান বরজ আছে। সেই বরজের চতুর্দিকে সরু জিআই তার দিয়ে ইলেকট্রিক কানেকশন করে রেখেছেন। যাতে কেউ না আসতে পারে।
এদিকে ওই ছাত্র তার জমির বাদাম ক্ষেত থেকে হনুমান তাড়িয়ে নিয়ে যাচ্ছিল ওই অভিশপ্ত পান বরজের পাশ দিয়ে। সে সময় ছাত্রটির পায়ে এবং হাতে পান বরজের অবৈধ ইলেকট্রিক তার জড়িয়ে যায়। সঙ্গে সঙ্গে বিকট শব্দ হয় ও ধোঁয়া বের হতে থাকে।
স্থানীয় গ্রামবাসীরা দৌড়ে এসে ওই ছাত্রকে উদ্ধার করেন। দ্রুত এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরিবারের তরফে ও গ্রামবাসীরা ওই পান বরজের মালিক নিরঞ্জন দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে থানায়।