ট্র্যাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক শিশুর। আহত তার দিদি। রবিবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে হুগলির তারকেশ্বরে। ইতিমধ্যে ওই ট্র্যাক্টরচালককে আটক করেছে পুলিশ। থানায় নিয়ে যাওয়া হয়েছে ট্র্যাক্টরটিও। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম সায়ন প্রধান। তারকেশ্বর বল্লভীপুর কৌসের আলি প্রাথমিক স্কুলের প্রথম শ্রেণির পড়ুয়া সায়নের বয়স মাত্র ৭ বছর। তার দিদি দীপ্তি প্রধানের চিকিৎসা চলছে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সায়ন এবং দীপ্তির বাড়ি বালিগড়ি-২ গ্রাম পঞ্চয়েতের বল্লভিপুর এলাকায়। রবিবার সকালে দীপ্তি সাইকেলে ভাইকে বসিয়ে মির্জাপুরে একটি আঁকার ক্লাসে নিয়ে যাচ্ছিলেন। তারকেশ্বরের বালিগড়ি-২ পঞ্চায়েতের মনোহরপুর এলাকায় একটি ট্র্যাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের সাইকেলে ধাক্কা মারে। দু’জনেই রাস্তায় ছিটকে পড়েন। মাথায় গুরুতির চোট লাগে সায়নের। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকেরা সায়নকে মৃত বলে ঘোষণা করেন। সায়নের দিদি দীপ্তি প্রধানের চিকিৎসা চলছে সেখানে। তার অবস্থা সংকটজনক।
স্থানীয়দের অভিযোগ, ওই রাস্তা দিয়ে বেপরোয়া গতিতে যানচলাচল করে। রাস্তার পাশে জড়ো করে রাখা আছে বালি, ইট ইত্যাদি। তা সত্ত্বেও গ্রামে রাস্তা দিয়ে বড় বড় গাড়ি যায়। এর জেরে প্রায়ই এলাকায় ছোটবড় দুর্ঘটনা ঘটে। প্রশাসনকে বার বার জানিয়েও এর সুরাহা হয়নি। স্থানীয় তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ শহিদ আলি বলেন, গ্রামের রাস্তায় বড় বড় গাড়ি ঢোকা বন্ধ করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ওই ট্র্যাক্টরচালককে আটক করেছে। একই সঙ্গে ট্রাক্টরটিও বাজেয়াপ্ত করা হয়েছে।