নিরুফা খাতুন: পূর্বাভাস মতোই ফেব্রুয়ারিতেই চড়ছে তাপমাত্রার পারদ। রবিবার থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা। আগামী কয়েক দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়বে গরম। তবে নতুন সপ্তাহের মাঝামাঝি বৃষ্টিতে ভিজবে দুই বঙ্গই। বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে তাতে গরম কমবে কিনা, তা স্পষ্ট নয়।
হাওয়া অফিস বলছে, সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ। তাপমাত্রা আরও দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়বে। মঙ্গলবারের পর আংশিক মেঘলা আকাশ। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়। চলবে শুক্রবার পর্যন্ত। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়তে পারে। বুধবার ভিজবে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান। বৃহস্পতিবার বৃষ্টি সম্ভাবনা রযেছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান কলকাতা, হাওড়া, হুগলিতে। কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হবে শুক্রবার।
বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাত হতে পারে। আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং ও সংলগ্ন এলাকায় ঘন কুয়াশার সতর্কবার্তা। সোম এবং মঙ্গলবার পরিষ্কার থাকবে আকাশ। এরপর আংশিক মেঘলা। তাপমাত্রাও দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়বে উত্তরের জেলায়-জেলায়। বুধবার থেকে শুক্রবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং এবং কালিম্পং দুই পার্বত্য জেলায়। মূলত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা।
কলকাতার তাপমাত্রা আজও কিছুটা বেড়েছে। আগামী দুদিনে আরও বাড়বে তাপমাত্রা। সকাল-সন্ধ্যা শীতের আমেজ অনেকটাই কমবে। বেলা বাড়লেই উষ্ণতার ছোঁয়া। মঙ্গলবার এর মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আরও বাড়বে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি।