এই সময়: শুধু কলকাতা পুর–এলাকায় নয়, বেআইনি নির্মাণ রুখতে সারা রাজ্যের জন্যে স্টেট লেভেল বিল্ডিং কমিটি (এসএলবিসি) গঠন করল রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তর। রাজ্য স্তরের এই কমিটিতে রয়েছেন আট জন সদস্য। পুর ও নগরোন্নয়ন দপ্তরের অতিরিক্ত সচিবকে কমিটির চেয়ারপার্সন করা হয়েছে। রয়েছেন খড়গপুর আইআইটি–র বিশেষজ্ঞরাও। পুর–দপ্তরের জারি করা নির্দেশিকায় কমিটির কাজের পরিধি ও ক্ষেত্র ঠিক করে দেওয়া হয়েছে।
কমিটির কাজ হবে রাজ্যের যে কোনও জায়গায় বেআইনি নির্মাণের অভিযোগ উঠলেই সঙ্গে সঙ্গে তা খতিয়ে দেখা। ছোটখাটো বেআইনি নির্মাণ, অনুমোদনহীন সামান্য ত্রুটিবিচ্যুতি যদি হয়ে থাকে, সেটা খুঁটিয়ে দেখে প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি নিজেদের পরামর্শ দেবেন কমিটির সদস্যরা।
যদি মনে করা হয় যে এই ধরনের বিপজ্জনক বাড়ির সমস্যার সমাধানে সংশ্লিষ্ট ‘বোর্ড অফ কাউন্সিলার্স’–এর সঙ্গে কথা বলা প্রয়োজন, কমিটির সদস্যরা সেই আলোচনাও করবেন। আলোচনার মাধ্যমে সমাধানসূত্র বেরিয়ে এলে তখন কমিটির সদস্যরা বেআইনি নির্মাণের সমস্যা নিরসনে মতামত জানাবেন। প্রয়োজন হলে কমিটির কাছে অঞ্চলভিত্তিক বিষয়ে পরামর্শ চাইতে পারে পুর–দপ্তর এবং সংশ্লিষ্ট পুরসভা। রাজ্যের বিভিন্ন প্রান্তে বেআইনি নির্মাণের সমস্যা নিয়ে সংশ্লিষ্ট কমিটিকে আপ–টু ডেট থাকারও নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশিকায়।
গার্ডেনরিচে বেআইনি বাড়ি ভেঙে ১৩ জনের বেঘোরে মৃত্যুর পর থেকে কলকাতায় গুচ্ছের হেলে পড়া বাড়ির সন্ধান মিলছে। উঠছে বেআইনি নির্মাণের রমরমা কারবারের অভিযোগ। এতে অস্বস্তি বেড়েছে কলকাতা পুরসভার। এই অবস্থায় কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম কয়েক দিন আগেই বলেছিলেন, ‘রাজ্যজুড়েই বেআইনি নির্মাণ বন্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’
ওই ঘোষণার পরে কলকাতা পুরসভার প্রতিটি বরোর এগজি়কিউটিভ ইঞ্জিনিয়ারদের এলাকা ঘুরে ঘুরে প্রতি ১৫ দিন অন্তর বেআইনি নির্মাণ সংক্রান্ত রিপোর্ট দিতে হচ্ছে পুরসভার বিল্ডিং বিভাগের শীর্ষ আধিকারিকদের কাছে। এ বার রাজ্যের ক্ষেত্রেও বেআইনি নির্মাণ নিয়ে কড়া নজরদারির ব্যবস্থা চালু করল পুরদপ্তর।