• হাতিশালা থেকে কলকাতা স্টেশন পর্যন্ত চালু হল বেসরকারি বাসের নতুন রুট
    আনন্দবাজার | ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • রাস্তায় বেসরকারি বাসের সংখ্যা কমে যাওয়া নিয়ে মাস দেড়েক আগে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই প্রেক্ষিতে রুগ্ন হয়ে পড়া রুটে নতুন পারমিট দেওয়ার ক্ষেত্রে উদ্যোগী হওয়ার পাশাপাশি নতুন রুট চালু করার উপরেও জোর দিচ্ছে পরিবহণ দফতর। শনিবার নিউ টাউনের হাতিশালা বাসস্ট্যান্ড থেকে কলকাতা স্টেশন পর্যন্ত বেসরকারি বাসের নতুন রুটের সূচনা করলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বেসরকারি বাসের ওই নতুন রুট সেক্টর ৫ ছাড়াও নিউ টাউনের তথ্যপ্রযুক্তি তালুক ছুঁয়ে চলবে।

    পরিবহণ দফতর সূত্রের খবর, এই বাস কলকাতা স্টেশন থেকে ছেড়ে আর জি কর হাসপাতাল, শ্যামবাজার, খন্না, বিধাননগর স্টেশন, পি এন বি, সিটি সেন্টার ১, বিকাশ ভবন, করুণাময়ী, সেক্টর ৫, নারকেলবাগান, অ্যাক্সিস মল, টাটা মেডিক্যাল সেন্টার, ইউনিটেক গেট ১, কারিগরি ভবন এবং ইনফোসিস ছুঁয়ে চলবে। প্রাথমিক ভাবে ২০টি বাসের ওই রুটে অনুমোদন মিলেছে বলে খবর। প্রথম ধাপে ১২টি বাস রুটে নামছে। অল্প কিছু দিনের মধ্যে আরও চারটি বাস নামবে। সবশেষে ওই রুটে চারটি সি এন জি চালিত বাস নামতে পারে বলেও খবর।

    এ দিন রুটের সূচনা অনুষ্ঠানে হাজির ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা। অনুষ্ঠানে পরিবহণমন্ত্রী বাসমালিকদের হাতে আনুষ্ঠানিক ভাবে রুটের পারমিট তুলে দেন।হাতিশালা থেকে নতুন রুট চালু হওয়ার ফলে স্থানীয় মানুষের যাতায়াতের ক্ষেত্রে বিশেষ সুবিধা হবে বলে জানান ক্যানিং পূর্বের বিধায়ক। এ দিন সার্বিক যাত্রী পরিষেবা উন্নত করার লক্ষ্যে সরকারি এবং বেসরকারি বাসের সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে তৎপরতার কথা উল্লেখ করেন পরিবহণমন্ত্রী। নতুন রুট চালু হওয়ার ফলে ভাঙড় এলাকার মানুষ সহজে চিকিৎসার প্রয়োজনে আর জি কর হাসপাতালে পৌঁছতে পারবেন বলেও জানান তিনি।

    ওই বাস রুট চালু করার ক্ষেত্রে অন্যতম তৎপর সংগঠন, সিটি সাবার্বান বাস সার্ভিসের সাধারণ সম্পাদক টিটু সাহা জানান, মাত্র দেড় বছরের মধ্যে সরকারের সহযোগিতায় নতুন রুট চালু করা সম্ভব হয়েছে। নতুন রুটকলকাতা শহরের সঙ্গে যুক্ত করবে শহরতলিকেও। কলকাতা স্টেশনের মাধ্যমে যাঁরা দূরপাল্লার ট্রেন ধরে বাইরে বিভিন্ন কাজে যান, তাঁরা ছাড়াও ভোরের দিকে বিভিন্ন ট্রেনে কলকাতা স্টেশনে এসে পৌঁছনো যাত্রীরা ওই রুটের মাধ্যমে উপকৃত হবেন বলে জানিয়েছেন তিনি। এ ছাড়াও ,সল্টলেক এবং নিউ টাউনের বিভিন্ন প্রশাসনিক ভবনে পৌঁছনোর ক্ষেত্রেও কার্যকরী ভূমিকা নেবে ওই রুট।

  • Link to this news (আনন্দবাজার)