সাইবার অপরাধের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ। যার খেসারত দিতে হচ্ছে কলকাতাকেও। বিদেশে বসে প্রতারকেরা এই শহরের লোকজনের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে। শনিবার শহরে সাইবার সচেতনতা সংক্রান্ত একটি অনুষ্ঠানে এমনটাই জানালেন রাজ্য পুলিশের সাইবার অপরাধ দমন শাখার এডিজি হরিকিশোর কুসুমাকার। তিনি জানান, সাইবার অপরাধের অন্যতম বড় হাব কম্বোডিয়া। সঙ্গে যুক্ত হয়েছে মায়ানমার, লাওস, ফিলিপিন্সের মতো দেশ। সরাসরি জড়িত না হলেও চিনের সাইবার দুষ্কৃতীরা এই ব্যবসা থেকে লাভবান হচ্ছে। কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক ভাল না থাকায়, চিন থেকে তথ্য পাওয়া যাচ্ছে না।
তিনি জানান, সাইবার দুষ্কৃতীরা ভারতীয় টাকার উপরেই বেশি নির্ভর করে। টাকা হাতিয়ে তা ক্রিপ্টোকারেন্সিতে বদলে ফেলছে প্রতারকেরা। তাই কেউ প্রতারণার শিকার হলে নির্ধারিত সময়ের মধ্যে সরাসরি সাইবার অপরাধ দমনের হেল্পলাইনে যোগাযোগের পরামর্শও দেন তিনি। কী ভাবে সাইবার প্রতারণা ঠেকানো যায়, সে সম্বন্ধে জানাতে গিয়ে সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত জানান, বাড়ির ওয়াই-ফাই, সিসি ক্যামেরার পাসওয়ার্ড নির্ধারিত সময়ের মধ্যে বদলাতে হবে। অচেনা কিউআর কোড স্ক্যান না করা, আধার কার্ডের ব্যবহারেও সচেতনতা দরকার।