মহাকুম্ভগামী ট্রেন ধরার জন্য হুড়োহুড়ি। তাতেই দিল্লি রেলস্টেশনে প্রাণ হারালেন বহু মানুষ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ৯ জন মহিলা ও ৫ জন শিশু-সহ মৃতের সংখ্যা ১৮। তীর্থযাত্রীদের নিরাপদ যাত্রা কেন সুনিশ্চিত করা হলো না তা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সমাজমাধ্যমে মমতা লেখেন, ‘দিল্লিতে পদপিষ্ট হয়ে ১৮ জনের প্রাণহানির ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। এই বেদনাদায়ক ঘটনা বুঝিয়ে দিয়েছে নাগরিকদের নিরাপত্তার দিকটি গুরুত্ব দিয়ে দেখা উচিত ছিল।’
পদপিষ্ট হওয়ার ঘটনায় নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে মমতা বলেন, ‘মহাকুম্ভে যাওয়া তীর্থযাত্রীদের যথাযথ সহায়তা এবং সুযোগ-সুবিধা দেওয়া উচিত ছিল। এই ধরনের যাত্রা নিরাপদ এবং সুসংগঠিত করা অপরিহার্য।’
উল্লেখ্য, দিল্লির ঘটনার পরেই কেন্দ্রকে বিঁধে মন্তব্য করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী থেকে শুরু করে দিল্লির সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশিও। রেলের ব্যর্থতার অভিযোগ তুলে রাহুল বলেছেন, ‘এই ঘটনা রেলের ব্যর্থতা এবং এই সরকারের অসংবেদনশীলতার প্রমাণ।’ আতিশি বলেন, ‘মহাকুম্ভের পুণ্যার্থীদের নিয়ে এ ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয়। কেন্দ্রের সরকার ও উত্তরপ্রদেশের সরকার মানুষের নিরাপত্তা নিয়ে চিন্তিত নয়। প্রয়াগরাজেও কোনও সুব্যবস্থা নেই।’