বাড়ির সামনেই দাউ দাউ করে জ্বলল তৃণমূল নেতার গাড়ি। আগুন নেভানোর আগেই সমস্তটা পুড়ে ছাই হয়ে যায়। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানা এলাকার এনায়েতপুর অঞ্চলের শেখপুরা গ্রামে। তৃণমূল নেতা তথা প্রাক্তন অঞ্চল সভাপতি শেখ তাফাজ্জুলের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। খবর পেয়ে সেখানে পৌঁছয় মানিকচক থানার পুলিশ। কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে? তা নিয়ে প্রশ্ন উঠেছে। শেখ তাফাজ্জুলের দাবি, সাম্প্রতিক সময়ে এলাকায় মাদকের রমরমা কারবার শুরু হয়েছে। তিনি এ নিয়ে প্রতিবাদ করেছিলেন। সেই জন্য প্রতিশোধ নিতেই তাঁর গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তাঁর এই সন্দেহের কথা তিনি পুলিশকেও জানিয়েছেন বলে দাবি করেছেন তাফাজ্জুল। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
এই তৃণমূল নেতার কথায়, তাঁর বাড়ির সামনেই গাড়িটি দাঁড় করানো ছিল। রবিবার ভোর ৩টে নাগাদ তিনি একটি বিকট আওয়াজ পান। তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে দেখেন, তাঁর গাড়িটি জ্বলছে। এরপর সেই আগুন নেভানোর জন্য এগিয়ে আসেন প্রতিবেশীরাই। কিন্তু ততক্ষণে সেই গাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এমনকী সেই আগুনে তাফাজ্জুলের বাড়ির একটি জানালাও পুড়ে যায়। অল্পের জন্য প্রাণে বাঁচে বাড়ির লোকজন।
তাফাজ্জুল জানান, তিনি পুলিশকে যাবতীয় অভিযোগ জানিয়েছেন। কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে, তা দ্রুত সামনে আনার দাবি করেছেন তিনি। এই ঘটনায় তাফাজ্জুলের বাড়ি সংলগ্ন এলাকা থমথমে। এলাকাবাসীর কথায়, ‘আমাদের পাড়া শান্তিপ্রিয়। এখানে যে এমন একটি ঘটনা ঘটে যাবে, তা ভাবতেও পারিনি।’
এই ঘটনা প্রসঙ্গে মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।