• মিটার বক্স থেকে আগুন ২টি বহুতলে, পুড়ে ছাই বাইক ও দু’টি স্কুটার
    এই সময় | ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • এই সময়, হাওড়া: দু’টি জায়গার দুই বহুতলের মিটার বক্সে আগুন লাগার ঘটনায় আঙ্ুল উঠল বহুতলগুলির সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েই। শনিবার সকালে হাওড়ার লিলুয়ায় এবং দুপুর নাগাদ বালির গ্রিন গার্ডেন এলাকায় দু’টি বহুতলে মিটার বক্সে আগুন লাগে।

    লিলুয়ার বহুতলের মিটার বক্সে আগুন লাগায় পুড়ে ছাই হয়ে যায় একটি বাইক ও দু’টি স্কুটার। পরে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। এ দিন সকাল ছ’টা নাগাদ হঠাৎ আগুন লাগে লিলুয়ার রবীন্দ্র সরণির এক বহুতল আবাসনে। বাসিন্দারা তখন ঘুমিয়ে ছিলেন।

    কিছু বুঝে ওঠার আগেই তাঁরা দেখতে পান, বাড়ির গেটের সামনে মিটার বক্স থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। এই বহুতলে প্রায় ২০টি পরিবার বসবাস করে। আবাসনের প্রবেশদ্বারের সামনে বেশ কয়েকটি গাড়ি এবং বাইক রাখা ছিল। মুহূর্তের মধ্যে মিটার বক্সগুলো থেকে আগুন ছড়িয়ে পড়ে দু’টি স্কুটার এবং একটি বাইকে।

    স্থানীয় বাসিন্দারা খবর দেন লিলুয়া থানায়। সেখান থেকে দমকলে খবর যায়। দমকলের একটি ইঞ্জিন প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে এই আগুন।

    অন্য দিকে, শনিবার দুপুরে বালি পাঠকপাড়া গ্রিন গার্ডেন ক্লাবের সামনে কৃষ্ণ চ্যাটার্জি লেনের একটি তিন তলা বহুতলের মিটার বক্সে বিধ্বংসী আগুন লাগে। ওই বাড়িতে বেশ কয়েকটি ফ্ল্যাটে অন্তত ২৫-৩০ জন মানুষের বাস। বাসিন্দাদের চিৎকারে ছুটে আসেন আশপাশের প্রতিবেশীরা। তাঁরাই খবর দেন দমকলে। দমকলের তিনটি ইঞ্জিন ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ওই বহুতলের কাছেই রয়েছে আরও অনেকগুলি বহুতল।

    ফলে, পুরো এলাকাজুড়েই মানুষজন রাস্তায় নেমে আসেন। আগুনের তাপে ও কালো ধোঁয়ায় বাড়ির বয়স্ক ও শিশুরা আতঙ্কে বাড়ির ছাদে উঠে পড়েন। দমকল কর্মীদের তৎপরতায় সকলকে উদ্ধার করা হয়। মিটার বক্সের সামনে থাকা একটি বাইক আগুনে পুড়ে যায়।

  • Link to this news (এই সময়)