আজকাল ওয়েবডেস্ক: ধানের জমিতে ইঁদুর মারার জন্য ছড়ানো ছিল বিদ্যুতের তার। সেই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ৬০ বছর বয়সি এক বৃদ্ধের। মৃতের নাম, বাসুদেব নস্কর। ঘটনাটি ঘটেছে কুলতলি থানার জালাবেড়িয়া গ্রামে।
পরিবারের অভিযোগ, ভোরবেলায় ধানের জমিতে গিয়েছিলেন বাসুদেব। সেখানে ধানজমিতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। সকালে গ্রামের বাসিন্দারা তাঁকে ধান ক্ষেতের মধ্যে পড়ে থাকতে দেখেন। তাঁকে উদ্ধার করে জামতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ইঁদুর মারতে এই বিধানসভা এলাকায় জমিতে জিআই তার ছড়িয়ে দেওয়া হয়। ওই তারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। এই কারণে প্রতি বছর একাধিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। প্রশাসনের তরফ থেকে কোনও কোনও সময় গ্রামের মানুষজনকে সচেতন করা হলেও মৃত্যু আটকানো যাচ্ছে না কুলতলিতে।
জালাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অসীম হালদার বলেন, প্রশাসনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তাও কমানো যাচ্ছে না এই ইঁদুর মারার জন্য বিদ্যুৎ সংযোগ দেওয়া। পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসন, বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে সচেতন করা হয়েছে। আগামী দিনে প্রশাসনের পক্ষে থেকে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে।