অরিন্দম মুখার্জি, পুরুলিয়া: বাগের পর এবার হাতির আতঙ্কে ভুগছে রাজ্য়ের পশ্চিমের জেলা পুরুলিয়া। সম্প্রতি জেলার জঙ্গল লাগোয়া এওলাকায় হাতির আনাগোনা বেড়েছে। ফলে জঙ্গলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকারের বনদপ্তর।
পুরুলিয়া জেলার মাঠা বনাঞ্চলের- কুদনা, অযোধ্যা বনাঞ্চলের গোবরিয়া, বলরামপুরের ভাটবেরা বনাঞ্চল, বাঘমুন্ডি বনাঞ্চলের বাড়েরিয়া সীমান্তগুলোতে তেরোটি হাতির অবস্থান লক্ষ্য করা গিয়েছে। পুরুলিয়ার বাঘমুন্ডি বনাঞ্চল লাগাওয়া ঝিলিং ও ঝাড়খন্ড সীমান্ত লাগাওয়া এলাকায় একটি হাতি, বাগমুন্ডির বনাঞ্চলের আটনা ও ঝাড়খন্ড সীমান্ত লাগোয়া অঞ্চলে দু'টি হাতি, কোটশিলা বনাঞ্চলের মৌজা জাবরে একটি হাতি অর্থাৎ পুরুলিয়া জেলার বনাঞ্চল এবং পাহার অঞ্চলে মোট ১৭টি হাতি ঘুরে বেড়াচ্ছে।
হাতির ভয়ে কাঁটা পুরুলিয়ার বাসিন্দারা। জঙ্গলে না ঢুকতে পারায় বহু মানুষের রোজগারেও সমস্যা হচ্ছে। পুরুলিয়া বনবিভাগের তরফে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।