• 'বয়স হলেও বিছানায় এখনো সক্ষম', ভ্যালেন্টাইন্স ডে'তে কী বললেন কবীর সুমন?
    আজকাল | ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: কবীর সুমন—এক নাম যা যেমন গানের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত, তেমনই বিতর্কের সাথেও। তাঁর গান প্রজন্মান্তরকে স্মৃতির সরণীতে ফিরিয়ে নিয়ে যায়, প্রেমের সুরে মধুর জাল বুনে, তার কারণ প্রেমই তাঁর চিরন্তন প্রেরণা। তিনি বহুবার প্রেমে পড়েছেন বলে খোলাখুলি স্বীকারও করেছেন। একবার তো বলেই বসেন, “বয়স হয়েছে, ঠিকই, কিন্তু আমি এখনও বিছানায় সক্ষম”—এই মন্তব্য শুনে সংবাদমাধ্যমে ঝড় উঠেছিল। কিন্তু সুমন নির্ভীক। এখন, ৭৫ বছর বয়সে এসে আবারও প্রেমের মায়ায় পড়েছেন, প্রমাণ করে দিয়েছেন যে তাঁর জন্য বয়স স্রেফ একটা সংখ্যা, কিন্তু রোমান্স? সেটা চিরন্তন।

    ভ্যালেন্টাইন্স ডে সদ্য পার হয়েছে, যখন বেশিরভাগ জুটিই ঝলমলে দেখনদারি আর সোশ্যাল মিডিয়ায় ডুবে ছিল, তখন কবীর সুমন চুপচাপ একটি ছবিতে এক তরুণীর সাথে নিজের মুহূর্ত শেয়ার করলেন, ক্যাপশনে লিখলেন—“ভ্যালেন্টাইন ২০২৫।” মুহূর্তে ভাইরাল ছবি। নেটিজেনরা সবাই জানতে চাইল—এই তরুণী কে? উত্তরটি হলো: সুমি বসুমল্লিক, তাঁর ছাত্রী, তাঁর সঙ্গিনী, এবং তাঁর দেখভালও করেন। পেশায় সুমি একজন শিক্ষিকা, কিন্তু রাতে সুমনের সেবা করা, ওষুধ দেওয়া, এবং একা না থাকতে দেওয়া তাঁর দায়িত্ব।

    তবে সম্পর্কের ট্যাগ নিয়ে সুমন বরাবরই একটু কৌশলী। প্রেমিকা? হয়তো না। “অত্যন্ত প্রিয় বন্ধু”—এটাই তাঁর পছন্দের টার্ম। যখন তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল তাঁর ভ্যালেন্টাইন্স ডে পরিকল্পনা নিয়ে, তখন তিনি মিষ্টি হাসি দিয়ে বলেছিলেন: “পরিকল্পনা? আচ্ছা, আমরা দু’জন দু’জনের দিকে চেয়ে থাকব, আলিঙ্গন করব, চুমু খাব, নিজেদের নিয়ে হাসব, বাজে বকবক করব আর সুর ভাঁজব।”

    বছরের পর বছর ধরে বিতর্ক যেন তাঁর ছায়া হয়ে পিছু নিয়েছে। কিন্তু কবীর সুমন তাঁর নিজের ছন্দেই জীবন কাটান। সময় হয়তো এগিয়ে চলে, কিন্তু সুমনের জন্য প্রেমের মরসুম কখনও ফুরিয়ে যায় না—সে যতবারই তাঁর দরজায় কড়া নাড়ুক না কেন।
  • Link to this news (আজকাল)