• প্রতিবেশীদের মারে মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর
    দৈনিক স্টেটসম্যান | ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • প্রতিবেশীদের মারে মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল সে। যদিও শেষ রক্ষা হল না। জীবনের পরীক্ষায় হার মানতে হল তাকে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সুকান্ত দেবনাথ। শনিবার রাতে মৃত্যু হয় তার। তার বাড়ি পরীক্ষার্থীর বাড়ি আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের চালনিরপাক এলাকায়।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা বাধে সুকান্তর পরিবারের। সেই ঝামেলায় জড়িয়ে পড়ে সুকান্ত। সেই সময় প্রতিবেশীদের কয়েকজন সুকান্তকে বেধড়ক মারধর করে। গুরুতর জখম অবস্থায় তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রিস্থিতির অবনতি হলে সুকান্তকে কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। সেখানেই চিকিৎসা চলছিল ওই মাধ্যমিক পরীক্ষার্থীর। শনিবার সেখানেই তার মৃত্যু হয়।

    হাসপাতাল সূত্রে খবর, মাথায় গভীর চোট পেয়েছিল ওই পরীক্ষার্থী। ব্রেন হেমারেজ হয়েছিল। তার জেরেই মৃত্যু হয়েছে। পদ্মেশ্বরী হাইস্কুলের ছাত্র সুকান্ত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্কুলের শিক্ষক, বন্ধুরাও শোকস্তব্ধ। এই প্রসঙ্গে আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, গতকাল প্রতিবেশীদের সঙ্গে ঝামেলায় ওই কিশোর জখম হয় বলে শুনেছি। আজ তার মৃত্যু হয়। একজন মাধ্যমিক পরীক্ষার্থীর এহেন মৃত্যু খুবই দুঃখজনক ঘটনা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)