• নার্ভের জটিল রোগে আক্রান্ত ২ শিশুর চিকিৎসা-দায়িত্ব কাঁধে তুলে নিলেন স্বয়ং অভিষেক, পাঠালেন বেঙ্গালুরু
    ২৪ ঘন্টা | ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • প্রবীর চক্রবর্তী: সেবাশ্রয় ক্যাম্পের সূত্রে ২ শিশুর জটিল রোগের চিকিত্সার ব্যবস্থা করলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নার্ভের রোগে আক্রান্ত ওই ২ শিশুকে চিকিত্সার জন্য বেঙ্গালুরুর নিমহানস হাসপাতালে পাঠানোর দায়ভার নিলেন অভিষেক।

    গত ২ জানুয়ারি থেকে সেবাশ্রয় ক্যাম্প শুরু হয়। ডায়মন্ডহারবার লোকসভার প্রতিটি বিধানসভায় ওই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে আসা রোগীদের চিকিত্সার ব্যবস্থা করা হয়েছে। জটির রোগীদের চিকিত্সার দায়ভার নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটি ৯ বছরের একটি শিশুর ওপেন হার্ট সার্জারি হয়েছে। আরও অনেক চিকিত্সার ব্যবস্থা করেছেন।

    নার্ভের সমস্যা নিয়ে সেবাশ্রয় ক্যাম্পে এসেছিল ২ শিশু। ক্যাম্পে তাদের চিকিত্সার পর তাদের আরও উন্নত চিকিত্সার জন্য তাদের পরিবার ও একজন চিকিত্সককে বেঙ্গালুরুর নিমহানস হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই চিকিত্সার দায়ভার গ্রহণ করেছেন অভিষেক।

    ওই দুই শিশুর মধ্যে একজন হল আলমিশা খাতুন। বাড়ি নোদাখালি। সে ভুগছে অ্যাসপেকসিয়া রোগে। অন্য শিশুটি হল নেহা মাঝি। বাড়ি হুগলি। তার অসুখটি হল স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি। সেবাশ্রয় ক্যাম্পে পরীক্ষার পর দেখা যায় তাদের উন্নত চিকিত্সার প্রয়োজন। তাই ওই দুই শিশুকে ডা সুরজ হালদারের তত্ববধানে নিমহানস হাসপাতালের পাঠানোর ব্যবস্থা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

  • Link to this news (২৪ ঘন্টা)