• নন্দীগ্রামে সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসে মৃত্যু দুজনের
    প্রতিদিন | ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • চঞ্চল প্রধান, হলদিয়া: সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মারা গেলেন দুজন। আরও দুজন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। রবিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

    মৃত দুই ব্যক্তির নাম মৃত্যুঞ্জয় জানা ও মানস গিরি। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি প্রৌঢ় কানাই জানার। তাঁর বাড়িতেই সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের কাজে নেমেছিলেন মৃত্যুঞ্জয় জানা নামে এক মিস্ত্রি। তাঁকে সাহায্যের জন্য হাত লাগিয়েছিলেন কানাই জানার ছেলের শ্বশুরমশাই মানস গিরি। জানা গিয়েছে, সেপটিক ট্যাঙ্কে নামার কিছু সময়ের মধ্যে ভিতরে অসুস্থ হয়ে পড়েছিলেন মৃত্যুঞ্জয়।

    তাঁকে উদ্ধারের কন্য ভিতরে নেমেছিলেন মানস গিরি। তিনিও মুহূর্তে অসুস্থ হয়ে পড়েন। তাঁদের দুজনকে বাঁচাতে পরিবারের অন্যান্য লোকজন ভিতরে নেমেছিলেন। তাঁদের মধ্যেও দুজন অসুস্থ হয়ে পড়েন। কোনওরকমে চারজনকে উদ্ধার করে বাইরে নিয়ে আসা হয়। ততক্ষণে মারা গিয়েছেন মৃত্যুঞ্জয় জানা ও মানস গিরি। বাকি দুজনকে দ্রুত উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে নন্দীগ্রাম থানার পুলিশ। মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

    সেপটিক ট্যাঙ্কের ভিতর বিষাক্ত গ্যাস তৈরি হয়েছিল। কোনও আগাম নিরাপত্তা ছাড়াই সেখানে তাঁরা নেমেছিলেন বলে খবর। ওই বিষাক্ত গ্যাসেই শ্বাস নিতে না পেরে ওই অঘটন বলে মনে করা হচ্ছে। দিন কয়েক আগে কলকাতার রিজেন্ট পার্ক থানা এলাকার পূর্ব পুঁটিয়ারি এলাকায় হাই ড্রেনে কাজ করার সময় চার শ্রমিক মারা যান। সেখানেও কোনও নিরাপত্তা না নিয়ে ড্রেনে নামা হয়েছিল বলে খবর।
  • Link to this news (প্রতিদিন)