• মাদক কারবারের প্রতিবাদ করায় আক্রোশ! মালদহে তৃণমূল নেতার গাড়িতে আগুন দুষ্কৃতীদের
    প্রতিদিন | ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • বাবুল হক, মালদহ: মাদক কারবারের প্রতিবাদ করায় তৃণমূল কাউন্সিলরের গাড়ি ও বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার ভোররাতে ঘটনাটি ঘটে মালদার মানিকচকে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মানিকচক ব্লকের এনায়েতপুর অঞ্চলের বাসিন্দা তৃণমূল নেতা শেখ তাফাজ্জুলের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। রবিবার ভোর সাড়ে তিনটে নাগাদ গাড়ির চাকা ফাটার আওয়াজ শুনতে পান তিনি। বাইরে এসে দেখেন গাড়িতে দাউদাউ করে আগুন জ্বলছে। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁদের তৎপরতায় আগুন নেভানো গেলেও, ততক্ষণে পুরো পুড়ে ছাই হয়ে যায় গাড়িটি। এদিকে, ঘরের পাশে গাড়ি থাকায় বাড়ির একটি জানালাও পুড়েছে। অল্পের জন্য বেঁচেছেন বাড়ির লোকজন।

    খবর পেয়ে ঘটনাস্থলে আসে মানিকচক থানার পুলিশ। তবে কে বা কারা আগুন লাগিয়েছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তৃণমূল নেতা শেখ তাফাজ্জুলের দাবি, এলাকায় ব্রাউন সুগার কারবারের বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছিলেন। সেই কারণে মাদক কারবারিদের তাঁর প্রতি আক্রোশ ছিল। আর তারাই এই কাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেছেন তাফাজ্জুল।
  • Link to this news (প্রতিদিন)