• অবৈধ নথি হাতে বাংলায় প্রবেশ, বালুরঘাট ছাড়ার আগেই গ্রেপ্তার বাংলাদেশি
    প্রতিদিন | ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • রাজা দাস, বালুরঘাট: ট্রেনে চড়ে বালুরঘাট ছাড়ার আগেই জিআরপি-র হাতে গ্রেপ্তার বাংলাদেশি। ধৃত শাকিল মিঞা নামে ওই অবৈধ অনুপ্রবেশকারী কি উদ্দেশ্যে কোথায় যচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। রবিবার ধৃতকে বালুরঘাট জেলা আদালতে তোলা হয়।

    বালুরঘাট জিআরপি থানা সূত্রে খবর, বাংলাদেশের গাজিপুরের কাপাসিয়া থানা এলাকার বাসিন্দা শাকিল। গত ১৪ ফেব্রুয়ারি বিএসএফের নজর এড়িয়ে হিলি সীমান্তের কাঁটাতারবিহীন এলাকা দিয়ে সে হিলিতে পৌঁছয়। এরপর হিলির কোনও গোপন আস্তানায় ছিল সে। শনিবার রাতে ধৃত বালুরঘাট স্টেশনে পৌঁছয়। রাতে কলকাতা অথবা দিল্লিগামী কোনও ট্রেনে ওঠাই উদ্দেশ্য ছিল তার। তাতেই সন্দেহ হয় নজরদারিতে থাকা জিআরপির। জিজ্ঞাসাবাদ শুরু করতেই অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে সে। তাতেই অবৈধ অনুপ্রবেশের কথা জানতে পারে পুলিশ।

    বালুরঘাট জিআরপি থানার এসআই রতন সরকার জানান, সন্দেহভাজনকে পুরো স্টেশনে ঘুরতে দেখা যায়। জিজ্ঞাসাবাদ করতে কখনও কলকাতা আবার কখনও দিল্লি যাবে বলে জানাচ্ছিল। হিলির সীমান্তের চোরাপথ দিয়ে অনুপ্রবেশের কথা জেরায় শিকার করে। আরও তথ্য জানতে তাকে হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছে। প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুরের তিনদিক জুড়ে ২৫২ কিলোমিটার কাঁটাতারের বেড়া। যার মধ্যে ৪০ কিলোমিটার এলাকায় নেই কাঁটাতার। কোথাও গাছে ডাল আবার কোথাও বাঁশের বাখারি দিয়ে অস্থায়ীভাবে ঘেরা। এই সীমান্তগুলি দিয়েই স্থানীয় অসাধু চক্রের মাধ্যমে ভারতে প্রবেশ করে বাংলাদেশিরা। অসাধু চক্রের আশ্রয়েই থাকে তারা। এমনকি ওই বাংলাদেশিরা জাল আধার কার্ড-সহ অন্যান্য নথিও তৈরি করে। সম্প্রতি হিলি থেকে অসাধু চক্রের পাণ্ডাদের গ্রেপ্তার করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।
  • Link to this news (প্রতিদিন)