ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস কবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেই সেই তারিখ নির্ধারিত হবে। রবিবার ঘাটাল টাউন হলে ঘাটাল মাস্টার প্ল্যানের মনিটরিং কমিটির বৈঠকের পর এমনটাই জানালেন তৃণমূল কংগ্রেস সাংসদ দেব।
বৈঠকের পর দেব বলেন, ‘এটা মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। আমার মনে হয় স্বাধীনতার পর থেকে অবিভক্ত মেদিনীপুরে এত বড় প্রজেক্ট আর কিছু হয়নি...তাই, আমরা ওঁকে (মুখ্যমন্ত্রীকে) বাদ দিয়ে কিছু করতে চাই না। ওঁর ডেটটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। গাড়িতে যেতে যেতেই আমি দিদিকে (মুখ্যমন্ত্রীকে) ফোন করব।’
দেব জানান, আজকে ঘাটালের মানুষ বুঝতে পারছে, আমি আবার ২০২৪ কেন দাঁড়ালাম? একটাই শর্ত ছিল ঘাটাল মাস্টার প্ল্যানকে বাস্তবায়িত করা। দেবের সংযোজন, ‘দিদি (মুখ্যমন্ত্রী) আমাকে কথা দিয়েছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবেন। শুধু আমাকে নয়, ঘাটালবাসীকে কথা দিয়েছিলেন তিনি। এখনও একবছরও শেষ হয়নি, মাস্টার প্ল্যানের জন্য প্রায় এক তৃতীয়াংশ টাকা (৫০০ কোটি) বরাদ্দ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। টেন্ডার হয়েছে। জমি অধিগ্রহণ বা কেনার কাজ শুরু হয়ে গিয়েছে।’
ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিরোধীদেরও জবাব দেন দেব। তাঁর কথায়, ‘যাঁরা রাজনীতি বোঝেন, তাঁদের বলে দিই ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে ৬টি বিধানসভা তৃণমূলের কাছে, একটি বিজেপির। এটা কোনও রাজনীতির ললিপপ নয়। এটা ঘাটালের মানুষের কষ্টের জন্য বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী।’
গত বুধবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করার সময় ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সাংসদ জানান, আগামী কয়েক বছরে মোট ২০০০ কোটি টাকা অনুমোদন করা হবে। দু’বছরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।