ভাইকে সাইকেলে বসিয়ে আঁকার ক্লাসে নিয়ে যাচ্ছিল দিদি। ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু ভাইয়ের। গুরুতর আহত দিদি। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে তারকেশ্বর বালিগোড়ি-২ পঞ্চায়েতের মনোহরপুর এলাকায়। মৃতের নাম সায়ন প্রধান (৭)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সায়নের বাড়ি বালিগোড়ি-১ গ্রামপঞ্চয়েতের বল্লভিপুর এলাকায়। দিদি দীপ্তি প্রধানের (১০) সঙ্গে সাইকেলে চেপে মির্জাপুরে আঁকার ক্লাসে যাচ্ছিল। সেই সময় মনোহরপুর এলাকায় একটি ট্রাক্টারের সঙ্গে ধাক্কা লাগে। ছিটকে পড়ে যায় ভাই-বোন। মাথায় চোট লাগে সায়নের, আহত হয় দিদিও।
স্থানীয়রা তড়িঘড়ি দুই ভাই-বোনকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সায়নকে মৃত ঘোষণা করে। দিদি দীপ্তি প্রধান আহত অবস্থায় তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। ট্রাক্টর চালককে আটক করেছে তারকেশ্বর থানার পুলিশ।
স্থানীয় ব্যক্তি কেদারনাথ পাত্র বলেন, রক্তাক্ত অবস্থায় দুই ভাই-বোনকে বাইকে করে হাসপাতালে নিয়ে যাই। দুই ভাই-বোন আঁকার ক্লাসে যাচ্ছিল। ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে এই ঘটনা ঘটেছে।
এ দিকে গ্রামের রাস্তায় বড় বড় গাড়ি ঢোকা নিয়ে সরব হয়েছেন শাসক দলের নেতা। তৃণমূল কংগ্রেসের স্থানীয় বুথ সভাপতি শেখ শহিদ আলি জানান, গ্রামের এই রাস্তায় প্রচুর গাড়ির চাপ। বড় বড় গাড়ি গ্রামের রাস্তায় ঢোকা বন্ধ করার জন্য পঞ্চায়েতকে বলা হয়েছে। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।