বুধবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। ভিজতে পারে কলকাতাও। শীত বিদায়ের মুখে এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। শুক্র এবং শনিবার তাপমাত্রা কিছুটা কম ছিল। এক ধাক্কায় ছ’ডিগ্রি নেমে গিয়েছিল পারদ। তার পর রবিবার তাপমাত্রা কিছুটা বেড়েছে। সোমবারের পর আরও দুই থেকে তিন ডিগ্রি পারদ চড়বে। আনুষ্ঠানিক ভাবে ফেব্রুয়ারিতেই শীত বিদায় নেবে।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ১.১ ডিগ্রি বেশি। শনিবারের চেয়ে সর্বনিম্ন তাপমাত্রা দুই ডিগ্রি বেড়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তর এবং দক্ষিণবঙ্গে আগামী দু’দিনে তাপমাত্রা আবার বাড়তে পারে।
কলকাতা ছাড়াও বুধবার বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে। বৃহস্পতিবার অন্যান্য জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত সর্বত্র বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে সকালের দিকে থাকবে কুয়াশা।
বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। দার্জিলিং এবং কালিম্পঙে রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া, সপ্তাহান্তে আবার এই দুই জেলার পাহাড় সংলগ্ন এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। কুয়াশার সতর্কতা রয়েছে উত্তরের প্রায় সব জেলাতেই। দার্জিলিং ও জলপাইগুড়িতে কুয়াশার কারণে দৃশ্যমানতা নামতে পারে ২০০ মিটারের নীচে। ফলে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই দুই জেলায়।
এই মুহূর্তে নাগাল্যান্ডের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এ ছাড়া, সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থানে। সেই কারণেই বাংলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবার নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে। এর ফলে ঠান্ডা আরও কমবে।