• রেশন দুর্নীতি মামলায় জামিন চেয়ে হাই কোর্টে সন্দেশখালির শাহজাহান, শুনানি আগামী সপ্তাহে
    আনন্দবাজার | ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • সিবিআইয়ের মামলায় জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান। তাঁকে জামিনের মামলা দায়ের করার অনুমতি দিয়েছে উচ্চ আদালত। আগামী সপ্তাহে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে শুনানি রয়েছে। এর আগে নিম্ন আদালতে শাহজাহান জামিনের আর্জি করেছিলেন। সেখানে মঞ্জুর না হওয়ায় তিনি হাই কোর্টে আবেদন করেছেন।

    গত বছর ৫ জানুয়ারি সন্দেশখালিতে রেশন দুর্নীতি মামলায় তল্লাশি অভিযানে গিয়ে ইডির অফিসারেরা আক্রান্ত হন। অভিযোগ, শাহজাহান বাহিনীর হাতে আক্রান্ত হয়েছিলেন ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। তাঁদের গাড়িও ভাঙচুর করার অভিযোগ ওঠে। ওই ঘটনার পরে শাহজাহানের নাগাল পায়নি সিবিআই, পুলিশ। ৫৫ দিনের মাথায় তাঁকে গ্রেফতার করে পুলিশ। গত বছর ২৯ ফেব্রুয়ারি রাজ্যের পুলিশ সন্দেশখালির ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করে। পরে আদালতের নির্দেশে রেশন দুর্নীতি মামলায় তাঁকে হেফাজতে নেয় সিবিআই। এখন ওই মামলা থেকে জামিন পেতে উচ্চ আদালতে আবেদন করেছেন শাহজাহান।

    ওই নেতার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর আগে ইডি অফিসারদের আক্রান্তের ঘটনায় বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করে রাজ্য পুলিশ। গত বছর ওই মামলায় তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছিল বসিরহাট আদালত। রেশন দুর্নীতির মামলাতে তিনি জেলবন্দি রয়েছেন। এ বার সেখান থেকে মুক্তি পেতেও তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।

  • Link to this news (আনন্দবাজার)