বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা রবিবার সন্ধ্যায়। বেপরোয়া লরি পিষে দেয় একটি স্কুটিকে। লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু একই পরিবারের বাবা-মা ও মেয়ের। তিন জনেই বিরাটি এলাকার বাসিন্দা। লরিটিকে আটক করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।
জানা গিয়েছে, সন্ধ্যা সাতটা নাগাদ দক্ষিণেশ্বরে দিক থেকে এয়ারপোর্টের দিকে আসছিল একটি স্কুটি। মেয়ে সৃজনী ও স্ত্রী নিপাকে নিয়ে স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিলেন জয়দীপ দাশগুপ্ত। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সামনে সিটি হোটেলের একদম কাছে একটি বেপরোয়া লরি স্কুটিটিকে সজোরে ধাক্কা মারে। ছিটকে পড়ে লরির চাকায় পিষ্ট হন তিন জনেই।
দুর্ঘটনার পর খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর প্রচুর রক্তক্ষরণ হয়েছিল তিন জনের। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা। পুলিশ তিন জনকে বারাসত হাসপাতালে পাঠায়। হাসপাতালে তিন জনকেই মৃত বলে ঘোষণা করা হয়। ব্যস্ত সময়ে দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়েতে প্রচুর ভিড় জমে যায়। বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়৷ পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।