দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা যাচ্ছেন মহাকুম্ভে। এ রাজ্য থেকেও প্রয়াগরাজের উদ্দেশে রওনা দিচ্ছেন বহু তীর্থযাত্রী। রবিবার সন্ধ্যায় নয়াদিল্লি স্টেশনের ন্যায় ভিড় লক্ষ্য করা গিয়েছে আসানসোল স্টেশনেও। কী অবস্থা হাওড়া স্টেশনের?
রবিবার হাওড়া স্টেশনে থেকে প্রয়াগরাজগামী ট্রেনে যাত্রীদের জন্য কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। এদিন সন্ধ্যায় হাওড়া-গোয়ালিয়র চম্বল এক্সপ্রেসের যাত্রীদের জন্য আগে থেকেই প্ল্যাটফর্ম দড়ি দিয়ে ঘিরে দেওয়া হয়। প্ল্যাটফর্মে প্রচুর আরপিএফ জওয়ান, রেল পুলিশ এবং RAF মোতায়েন করা হয় আগে থেকেই। ট্রেন ঢোকার আগেই আরপিএফ জওয়ানরা মাইকে যাত্রীদের সতর্ক করতে থাকেন।
শনিবার নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনার পরেই নড়েচড়ে বসে রেল প্রশাসন। ট্রেন ঢোকার আগে যাত্রীদের একই লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়। এক একজন করে যাত্রীদের ট্রেনে তোলা হয়। এক যাত্রী বলেন, ‘প্ল্যাটফর্মে আরপিএফ এবং রেল পুলিশ থাকায় কোনও অসুবিধা হয়নি। রেলের আধিকারিকরাও যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। ভালো ব্যবস্থা রয়েছে।’