• শিয়ালদহ-বনগাঁ শাখার যাত্রীদের জন্য সুখবর, দ্বিগুণ হচ্ছে লোকাল ট্রেনের গতি
    এই সময় | ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  • শিয়ালদহ-বনগাঁ শাখায় এ বার আরও দ্রুতগামী হবে লোকাল ট্রেন। গোবরডাঙা স্টেশন সংলগ্ন এলাকায় ট্র্যাক পয়েন্ট, সিগন্যালিং সিস্টেমের উন্নতির কারণে এক ধাক্কায় প্রায় দ্বিগুণ হবে লোকাল ট্রেনের গতি। ৫০ কিমি প্রতি ঘণ্টার পরিবর্তে এ বার থেকে  ১১০ কিমি প্রতি ঘণ্টা গতিতে চলবে ট্রেন। যাত্রীদের সময় অনেকটাই বাঁচবে বলে মনে করছে রেল। 

    শিয়ালদহ ডিভিশনের অপারেটিং, ইঞ্জিনিয়ারিং, সিগন্যাল ও টেললিকমিউনিকেশন (S&T) এবং ট্র্যাকশন ডিস্ট্রিবিউশন (TRD) বিভাগ একত্রে এই কাজটি সম্পন্ন করেছে। প্রায় ৪০০-র বেশি কর্মী, আধুনিক ট্র্যাক মেশিন, টাওয়ার ওয়াগন ও অন্যান্য ভারী যন্ত্রপাতি ব্যবহার করে এই কাজটি সম্পন্ন করা হয়। 

    রেলের তরফে জানানো হয়েছে, গোবরডাঙা স্টেশন এলাকার ৫০০ মিটার ট্র্যাক পয়েন্ট সোজা করা হয়েছে, যা ট্রেনের গতি ও যাত্রার গুণগত মান উন্নত করবে। নতুন ট্র্যাক অ্যালাইনমেন্টের জন্য ১০টি ওভারহেড ইকুইপমেন্ট (OHE) মাস্ট স্থানান্তরিত করা হয়েছে। সিগন্যালিং সিস্টেমের উন্নতির জন্য পয়েন্ট জংশন বক্স, ডিসি ট্র্যাক সার্কিট বন্ড এবং ৬টি গ্লু জয়েন্ট স্থানান্তর করা হয়। এরই সঙ্গে ট্রেন চলাচল আরও নিরাপদ ও নির্ভরযোগ্য করতে ১১ মিটার ট্র্যাক স্থানান্তর করা হয়েছে। 

    পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউসকর বলেন, ‘এটি যাত্রীদের নিরাপদ, দ্রুত ও আরামদায়ক ট্রেন যাত্রা সুনিশ্চিত করবে। বনগাঁ-শিয়ালদহ শাখায় এই সংস্কারের কাজের জন্য আগামী দিনে দ্রুত গতির লোকাল ট্রেন যাত্রা-সহ নিরাপদ যাত্রী পরিষেবা দিতে সক্ষম হবে। গন্তব্যে পৌঁছতে বাঁচবে সময়।’

  • Link to this news (এই সময়)