• ঘরে বসেই দূরপাল্লার বাসের টিকিট, নয়া সরকারি উদ্যোগ হাবরায়
    এই সময় | ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  • ট্রেনের টিকিট না পেলে বেড়াতে যাওয়ার জন্য অনেকেই বাসের উপর নির্ভরশীল। দূরপাল্লার বাসের টিকিটের জন্য বিভিন্ন ওয়েবসাইট ঘাঁটতে হয়। কিছু ক্ষেত্রে দিতে হয় অতিরিক্ত চার্জও। এ বার হাবরা তথা উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দাদের জন্য সুখবর। 

    পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ দপ্তর ও WBTC হাবরা ডিপোর উদ্যোগে জয়গাছি মোড়ের ৭৩ নম্বর বাস স্ট্যান্ডে নতুন টিকিট বুকিং কাউন্টার চালু হলো। এই কাউন্টার থেকে ন্যায্যমূল্যে দূরপাল্লার বাসের টিকিট কাটতে পারবেন যাত্রীরা। অতিরিক্ত চার্জ ছাড়াই টিকিট কাটার সুযোগ পাবেন যাত্রীরা। 

    হাবরা বাসস্ট্যান্ড থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বাস ছাড়ে। বিভিন্ন পর্যটন কেন্দ্র দিঘা, গঙ্গাসাগর, বকখালি, জয়রামবাটি, কামারপুকুর থেকে শুরু করে আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, বিষ্ণুপুর, আরামবাগ, মেদিনীপুর, খড়গপুর, হলদিয়া, হেরিয়া, কাঁথি, কোলাঘাট, নামখানার টিকিট পাওয়া যাবে। ৩০ দিনের অগ্রিম টিকিট বুক করতে পারবেন যাত্রীরা।

    কাউন্টারে গিয়ে টিকিট কাটার সুবিধা তো রয়েছেই। ঘরে বসে ফোন করে টিকিট কাটারও সুবিধা পাবেন যাত্রীরা। হাবরা ডিপোর তরফে দুটি যোগাযোগ নম্বর দেওয়া হয়েছে। 7003952540 এবং 8335063294 নম্বরে ফোন করে টিকিট বুকিং সংক্রান্ত সুযোগ সুবিধা পাবেন যাত্রীরা। 

  • Link to this news (এই সময়)