• ইঁদুর মারতে জমিতে বিদ্যুতের তার, সেই তারে প্রাণ গেল কৃষকের
    এই সময় | ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  • কৃষকের। রবিবার মর্মান্তিক এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকের জালাবেড়িয়া-২ গ্রামপঞ্চায়েতের পূর্ব গাবতলায়। মৃতের নাম বাসুদেব নস্কর। কে বা কারা জমিতে বিদ্যুতের তার রেখেছিল, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। সোমবার মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হবে।

    ধান চাষ করা হয়েছে এ সময় জমিতে। এ দিকে এই সময় আবার মাঠে ইঁদুরের উৎপাত বাড়ে। অনেকেই শস্য বাঁচাতে জমিতে বিদ্যুতের তার ফেলে রাখেন। অনেক সময় সেই তারে লেগে ইঁদুর মারা যায়। তবে রবিবার কুলতলির গ্রামে সেই তারই প্রাণ কাড়ল এক কৃষকের।

    বিদ্যুৎ দপ্তরের তরফে বারবার সতর্ক করা হয়, কোনও ভাবেই যেন জমিতে বিদ্যুতের তার না থাকে। কিন্তু অনেকেই তা কর্ণপাত করেন না। ফসল বাঁচাতে বেআইনি পথেই হাঁটেন। এই প্রথম বার নয়, প্রায় প্রতি বছরই কুলতলিতে চাষের জমিতে তড়িদাহত হয়ে মৃত্যুর ঘটনা সামনে আসে। এ বারও তার অন্যথা হলো না।

    রবিবার সকালে গ্রামের বাসিন্দারা চাষের জমিতে সব্জি তুলতে যাওয়ার সময় দেখেন এক ব্যক্তি পড়ে আছেন। এগিয়ে গিয়ে দেখেন এলাকারই বাসিন্দা, বাসুদেব নস্কর। উদ্ধার করে কুলতলি ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

    স্থানীয় পঞ্চায়েত প্রধান অসীম হালদার বলেন, ‘পঞ্চায়েতের তরফে আমরা বারবার মাইকিং করে প্রচার করেছি। এ সময় ধান চাষ হয়। খুব ইঁদুরের উৎপাতও হয় জমিতে। তবে আমরা অনেক বার বলেছি, কারেন্ট দিয়ে ইঁদুর মারার চেষ্টা করবেন না। অন্য পথ আছে। গ্রামের মানুষ তার পরও এটা করে। প্রচার করেও আটকাতে পারছি না। এ রকম ঘটলে এবং আমাদের নজরে এলে এ বার থেকে প্রশাসনকে বলে আইনি ব্যবস্থা নেব।’ প্রধান সচেতনতার কথা বললেও, সত্যি কি সচেতনতা আসবে, প্রশ্ন তুলছেন গ্রামেরই একাংশ।

  • Link to this news (এই সময়)