ভারী তুষারপাতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল সিকিমের গুরুদংমার লেক সহ একাধিক পর্যটনকেন্দ্র...
আজকাল | ১৭ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বেশ কয়েকদিন ধরেই সমতলে আবহাওয়া বেশ থমথমে। পাশাপাশি পাহাড়েও তুষারপাত ও ঝিরিঝিরি বৃষ্টিপাত চলছেই। গত দু'দিন ধরে সিকিমে ভারী তুষারপাতের জেরে একাধিক পর্যটনকেন্দ্র অনির্ধারিত সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
গ্যাংটক থেকে নাথুলা যাওয়ার জহওরলাল নেহেরু রোড বর্তমানে বন্ধ রয়েছে। যার কারণে ছাঙ্গু লেক-সহ বাকি পর্যটন কেন্দ্রগুলিতে প্রবেশের ক্ষেত্রে রবিবার পারমিট জারি করা হয়নি। পাশাপাশি শুধুমাত্র জুলুক পর্যন্ত আরএন রোডের পারমিট দেওয়া হচ্ছে। লাচুং পর্যন্ত রাস্তা খোলা থাকলেও জিরো পয়েন্ট ও য়ুমথাং ভ্যালি বন্ধ রয়েছে। ব্যতিক্রম নয় গুরুদংমারও। বর্তমানে অতিভারী তুষারপাতের কারণে গুরুদংমার লেক বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রশাসন সূত্রে খবর, পর্যটক এবং যাত্রীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজেদের পরিকল্পনা স্থগিত রাখতে বলা হয়েছে। বরফ কাটার মেশিন দিয়ে রাস্তার বরফ পরিষ্কার করা হচ্ছে। তুষারপাতের কারণে সমস্যার মুখে পড়তে হচ্ছে গাড়িচালকদেরও।