• খেটে খাওয়া মানুষের সুবিধার্থে লেজার সার্জারি পরিষেবা শুরু শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালে...
    আজকাল | ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  • মিল্টন সেন, হুগলি: শ্রীরামপুরের শ্রমজীবী হাসপাতালে শুরু হল লেজার সার্জারি। এই পদ্ধতির যন্ত্রণাবিহীন ও রক্তপাতহীন অস্ত্রোপচার করা সম্ভব। ফলে রোগীর কোনও কর্মদিবস নষ্ট হবে না। লাভবান হবেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। গত ১৪ ফেব্রুয়ারি এই পরিষেবা শুরু হয় তিনজন রোগীর অস্ত্রোপচারের মাধ্যমে। প্রসঙ্গত, শহরের কর্পোরেট হাসপাতালগুলিতে বিপুল খরচে এই পরিষেবা দেওয়া হয়। গ্রামীণ পঞ্চায়েত এলাকায় সামান্য খরচে এই অস্ত্রোপচার এই প্রথম। 

    ১৯৯৮ সাল থেকে শ্রমজীবী হাসপাতালে ল্যাপারোস্কোপিক সার্জারি শুরু হয়। এ ক্ষেত্রে পেটে তিনটি মাত্র ছিদ্র করে গলব্লাডার, অ্যাপেনডিসাইটিস ও হার্নিয়ার মতো জটিল চিকিৎসা বিনা রক্তপাতেই করা সম্ভব হয়। সি-আর্ম যন্ত্রের সাহায্যে অর্থোপেডিক চিকিৎসাও দক্ষতার সঙ্গে করা হয়। এই প্রসঙ্গে শ্রমজীবী হাসপাতালের সহ-সভাপতি ফণীগোপাল ভট্টাচার্য জানিয়েছেন, গ্রামীণ মানুষের কাছে উন্নত পরিষেবা পৌঁছে দেওয়া তাঁদের অন্যতম লক্ষ্য। হাসপাতালের সহ-সম্পাদক গৌতম সরকার বলেছেন, ''উন্নত প্রযুক্তির চিকিৎসা শ্রমজীবী মানুষের জন্য জরুরি। এর ফলে একদিকে যেমন হাসপাতালে ভর্তি থাকার সময় কমবে, এর পাশাপাশি কর্মদিবস কম নষ্ট হওয়ায় মানুষ দ্রুত রোজগারে ফিরতে পারবেন।
  • Link to this news (আজকাল)