• পানিহাটি পুরসভা থেকে উধাও মাতৃভাষার স্মারক, শোরগোল সাংস্কৃতিক মহলে, পদক্ষেপের আশ্বাস উপপুরপ্রধানের...
    আজকাল | ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: হাতে গোনা পাঁচদিন পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ঠিক তার আগেই পানিহাটি পুরসভা থেকে উধাও হয়ে গেল মাতৃভাষার স্মারক। পুরসভা পরিচালিত লোকসংস্কৃতি ভবনের সামনে ওই স্মারকটি বসানো ছিল। বিষয়টিকে কেন্দ্র করে স্থানীয় সাংস্কৃতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। উপপুরপ্রধান সুভাষ চক্রবর্তী ঘটনাটি খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। 

    পানিহাটি রাজ্যের অন্যতম ঐতিহ্যবাহী পুরসভা হিসেবে পরিচিত। শিল্প সংস্কৃতির চর্চায় গোটা রাজ্যে পানিহাটির নাম রয়েছে। পানিহাটি শহরকে ব্যারাকপুর মহকুমার সংস্কৃতির পীঠস্থান বলেও অনেকে পরিচয় দিয়ে থাকেন। স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে ১৯৮৭ সালে পানিহাটি শহরে লোকসংস্কৃতি ভবন গড়ে ওঠে। স্থানীয় মানুষের উদ্যোগে ওই ভবনের সামনেই গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 'অমর একুশে' পালিত হচ্ছে। সেখানে বসানো হয়েছিল মাতৃভাষার একটি স্মারক। রবিবার সকাল থেকে স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন, পুরসভা পরিচালিত লোকসংস্কৃতি ভবনের সামনে থেকে সেই ভাষা স্মারকটি উধাও হয়ে গিয়েছে। কথাটি ছড়িয়ে পড়তেই পানিহাটি শহরের শিল্প সংস্কৃতিপ্রেমী মানুষের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে। ঘটনাটির জন্য অনেকেই পুরসভার উপযুক্ত নজরদারির অভাবকেই দায়ী করেছেন। 

    সাহিত্যিক সাধন চক্রবর্তী বলেন, ''কয়েকদিন পরে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তার আগেই পুরসভার লোকসংস্কৃতি ভবন থেকে ভাষা স্মারক উধাও হয়ে গেল। ঘটনাটি আমাদের কাছে বড় বেদনাদায়ক। পুরসভার নজরদারি ঠিকঠাক থাকলে হয়তো এমন ঘটনার মুখোমুখি আমাদের হতে হত না।''

    উপপ্রধান সুভাষ চক্রবর্তী অবশ্য বিষয়টি নিয়ে দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, ''কীভাবে ভাষা স্মারক উধাও হয়ে গেল, আমি তা বলতে পারব না। তদন্ত করা হবে। কারও গাফিলতি থেকে থাকলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।''

    ভাষা স্মারক উধাও হয়ে যাওয়ার পাশাপাশি পুরসভার লোকসংস্কৃতি ভবনের সামনে বিদ্রোহী কবি নজরুল ইসলামের একটি আবক্ষ মূর্তি রয়েছে। পরিচর্যার অভাবে সেই মূর্তিটিও ঝোপঝড় জঙ্গলে ঢাকা পড়ে গিয়েছে। তা নিয়েও সাহিত্যিক সাধন চক্রবর্তী সোচ্চার হয়েছেন। উপপ্রধান অবিলম্বে নজরুলের মূর্তি সংস্কারের আশ্বাস দিয়েছেন।
  • Link to this news (আজকাল)