• দিল্লির পদপিষ্টের ঘটনা থেকে শিক্ষা, স্টেশনে পুণ্যার্থীদের ভিড় নিয়ন্ত্রণে বিশেষ জোর রেলের...
    আজকাল | ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: দিল্লি রেল স্টেশনে পদপিষ্টের ঘটনার পর নড়েচড়ে বসল রেল প্রসাশন। পূর্ব রেলের আসানসোল স্টেশন পরিদর্শন করলেন ডিআরএম চেতনা নন্দ সিং-সহ অন্যান্য আধিকারিকরা। রবিবার আসানসোল ডিভিশনের রেলের আধিকারিকদের নিয়ে তিনি আসানসোল স্টেশন সরজমিনে পরিদর্শন করলেন। 

    পরিদর্শনের পর ডিআরএম বলেন, ''আসানসোল স্টেশনে যাত্রীদের ভিড় রুখতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। যে সমস্ত যাত্রীরা প্রয়াগরাজে কুম্ভমেলায় যাবেন তাঁদের জন্য আসানসোল স্টেশনের বাইরে অস্থায়ী ছাউনি তৈরি করা হবে। সেই অস্থায়ী ছাউনি বা ক্যাম্পে যাত্রীদের রাখা হবে। বিকল্প প্রবেশদ্বারের মাধ্যমে তাঁদের স্টেশনে প্রবেশ করিয়ে ট্রেনে চাপানো হবে। আরপিএফ থাকবে পুরো বিষয়টি দেখাশোনা করার জন্য। স্টেশনে অবাঞ্ছিত ভিড় আটকাতেই রেলের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ডিআরএম।

    শনিবার রাতে নিউ দিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১১ জন মহিলা, চারজন শিশু রয়েছে। আহত হয়েছেন আরও বহু যাত্রী। মৃতদর পরিবার পিছু ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের পরিবার পিছু আড়াই লক্ষ টাকা এবং অপেক্ষাকৃত কম আহতদের জন্য এক লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।  
  • Link to this news (আজকাল)