টানাপড়েনের অবসান, উত্তর ২৪ পরগনা জেলা সিপিএমের সম্পাদক মৃণাল চক্রবর্তীর বিদায়...
আজকাল | ১৭ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: জেলা সম্মেলনের প্রতিনিধিদের ভোটাভুটিতে শেষ পর্যন্ত হেরে গেলেন সিপিএমের উত্তর ২৪ পরগনার জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী। সূত্রের খবর, মাত্র চার ভোটের ব্যবধানে তিনি পরাজিত হয়েছেন। তাঁর পরিবর্তে মধ্যমগ্রামের সিপিএম নেতা সনৎ বিশ্বাস নতুন জেলা কমিটিতে জায়গা করে নিয়েছেন। ভোটাভুটিতে অনড় রাজারহাট-নিউটাউনের অপর এক নেতা সৌমেন চক্রবর্তীর অবশ্য ভাগ্যে শিকে ছেঁড়েনি। তাঁকে পরাজয়ের মুখ দেখতে হয়েছে। তবে পরবর্তী জেলা সম্পাদক কে হবেন, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দলের দক্ষ নেতা বলে পরিচিত পলাশ দাসকে আহ্বায়ক করা হয়েছে। বিদায়ী জেলা সম্পাদক মৃণালকে আপাতত রাজ্য কমিটির সদস্য করে রাখা হবে। এবার ৭৪ জনের উত্তর ২৪ পরগনা জেলা কমিটি হয়েছে।
চলতি মাসের ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত টানা তিন দিন ধরে বারাসতের রবীন্দ্রভবনে সিপিএমের উত্তর ২৪ পরগনার ২৬তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম দিন থেকেই সংঘাতের পরিবেশ তৈরি হয়েছিল। উপদলীয় কাজিয়া ও চূড়ান্ত মতানৈক্যের জেরে নতুন জেলা কমিটি গঠন থমকে গিয়েছিল। সংঘাত এড়াতে সম্মেলনের প্রথম দিন থেকেই বারাসতে ঘাঁটি গেড়ে বসেছিলেন মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, অমিয় পাত্র, সূর্যকান্ত মিশ্র, শ্রীদীপ ভট্টাচার্যের মতো কেন্দ্রীয় কমিটির তাবড় তাবড় নেতারা। কার্যত গোটা আলিমুদ্দিন স্ট্রিট সেখানে উঠে এলেও জেলা সিপিএম গোষ্ঠীকোন্দল এড়াতে পারেনি। সম্মেলনে প্রতিনিধিদের একাংশ সেলিমের সামনেই মৃণালের অপসারণ চেয়ে জোরালো সওয়াল করেন। শুধু তাই নয়, লিবারেশনের সঙ্গে সিপিএমের জোট নিয়েও প্রশ্ন ওঠে। আন্দোলনে বিমুখ উত্তর ২৪ পরগনা জেলায় দলের বেহাল সাংগঠনিক পরিস্থিতির জন্য মৃণালকেই কাঠগড়ায় তোলা হয়েছিল। তখনই আভাস মিলেছিল, সম্মেলনে ভোটাভুটি হলে তিনি হেরে যেতে পারেন। হলও তাই। পদ খুইয়ে আপাতত তিনি শুধুমাত্র রইলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য হিসেবে।
ভোটাভুটিতে অংশ নিতে রবিবার সকাল সকাল বারাসতে সিপিএমের জেলা পার্টি অফিসে পৌঁছে যান সম্মেলনের প্রতিনিধিরা। জেলা পার্টি অফিসের অডিটোরিয়ামে শুরু হয় পর্যালোচনা। সিপিএম সূত্রে জানা গিয়েছে, মোট ৪৭৪ জন প্রতিনিধির মধ্যে ১৫ জন প্রতিনিধিকে বাদ দিয়ে বাকিরা সকলেই হাজির ছিলেন। দীর্ঘক্ষণ ধরে চলে সেই ভোট প্রক্রিয়া। সন্ধ্যার পর জানা যায়, ৭৪ জনের জেলা কমিটি থাকলেও সেই কমিটিতে স্থান হয়নি সিপিএমের মৃণালের। ভোটাভুটিতে তিনি হেরে গিয়েছেন। তবে, এদিন নতুন জেলা সম্পাদকের নাম ঘোষিত হয়নি। পরিবর্তে দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য পলাশ দাসকে জেলার আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী বুধবার আলিমুদ্দিনের বৈঠক থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
সিপিএমের বিদায়ী জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী বলেন, ''আমাকে বাদ দিয়ে ৭৪ জনের নতুন জেলা কমিটি গঠিত হয়েছে। দলের অভ্যন্তরীণ বিষয়। তা নিয়ে আর কিছু বলার নেই।''